/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/10/tajmahal-1.jpg)
দেখলে তাক লাগতে বাধ্য। দূর থেকে মনে হবে ছবি, তবে কাছে গেলেই রহস্য ভেদ হবে। শুধুমাত্র তিন লক্ষ দেশলাই কাঠি দিয়ে তৈরি করা হয়েছে তাজমহল। নদিয়া কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকার বাসিন্দা সহেলি পালের এই সৃষ্টিই আপাতত গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-র স্বীকৃতির অপেক্ষায়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি নিয়ে স্নাতকোত্তরের ছাত্রী সহেলি। একটি ৬ ফুট বাই ৪ ফুট কার্ডবোর্ডে এই ছবি বানিয়েছেন তিনি। চলতি বছরেই এই কাজ শুরু করেছিলেন তিনি। সহেলির কথা অনুযায়ী, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের গাইডলাইন ও নির্দেশিকা পাওয়ার পরে চলতি বছর অগাস্ট মাসের মাঝামাঝি থেকে এই ছবি বানানোয় হাত দিয়েছি। ৩০ সেপ্টেম্বর কাজ শেষ হয়েছে। এই ছবি বানানোর একটা ভিডিও তৈরি হয়েছে। সেই ভিডিওটি দ্রুত পাঠানো হবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কমিটির কাছে। যা দেখে তারা এই কাজকে স্বীকৃতি দেবে।
এতদিন ইরানের মেয়সাম রহমানির দখলে ছিল এই রেকর্ড ছিল। ২০১৩ সালে ১ লক্ষ ৩৬ হাজার ৯৫১টি দেশলাই কাঠি দিয়ে ইউনেস্কোর লোগো বানিয়েছিলেন তিনি। সাত বছর পর তাজমহলের ছবি বানিয়ে সেই রেকর্ড নিজের দখলে আনার স্বপ্ন দেখছেন বাংলার সহেলি পাল। সহেলি বলেছেন, 'তাজমহলের রাতের ছবি ফুটিয়ে তুলতে দু'রকম রঙের দেশলাই কাঠি ব্যবহার করেছি।'
তাক লাগানো শিল্পকর্ম দিয়ে রেকর্ড গড়া বা স্বীকৃতি সহেলির এই প্রথম নয়। ২০১৮ সালে মাটি দিয়ে বিশ্বের সবথেকে ছোট দুর্গা প্রতিমা বানিয়ে আন্তর্জাতিক রেকর্ড গড়েছিলেন তিনি। প্রতিমাটি দৈর্ঘ্যে ছিল ২.৫৪ সেন্টিমিটার, প্রস্থে ১.৯৩ সেন্টিমিটার ও উচ্চতায় ০.৭৬ সেন্টিমিটার। ওজন ছিল ২.৩ গ্রাম।
শিল্পকর্ম সহেলির রক্তে রয়েছে। তাঁর ঠাকরদা বীরেন পাল ও বাবা সুবীর পাল মূর্তি গড়ে ১৯৮২ ও ১০৯১ সালে রাষ্ট্রপতি পুরষ্কার পেয়েছিলেন। সেই ধারা এগিয়ে নিয়ে চান বছর বাইশের এই তরুণী।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন