কাছেপিঠে বেড়াতে হলে এজায়গার জুড়ি মেলা ভার। কলকাতার এত কাছে এমন এক পরিবেশে কয়েক মুহূর্ত কাটিয়ে গেলে চিরজীবন তা আপনার স্মৃতির পাতায় থেকে যাবে। দূরে বেড়াতে তো অনেক গেলেন! এবার ঘুরে আসুন টাকি থেকে। উত্তর ২৪ পরগনার ইছামতীর এই পাড়ে মন পাবে আরাম। নদীপাড়ের অপরূপ সৌন্দর্য্য জীবনের মুহূর্তগুলিকে আরও বেশি রঙিন করে তুলবে। তাই আর দেরি নয়। উইকেন্ড ট্যুরে ঘুরে আসুন টাকি থেকে। কাছেপিঠের মধ্যে এর চেয়ে ভালো ট্যুরিস্ট স্পটের হদিশ মেলাই দুষ্কর।
পুরোদমে চলছে বেড়ানোর মরশুম। বাঙালির তো পায়ের তলায় সর্ষে! সুযোগ পেলে দিন কয়েকের ছুটিতে বেড়াতে যান না এমন বাঙালির খোঁজ পাওয়াই ভার। অনেকেই যেমন যান দূরে কোথাও, তেমনি অনেকের আবার ইচ্ছে থাকলেও উপায় থাকে না। তাঁদের জন্যই এবার কলকাতার খুব কাছে বেড়ানোর এই টাকি পর্যটন কেন্দ্র সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হল।
কলকাতা থেকে টাকির দূরত্ব মেরেকেটে ৮০ কিলোমিটারের মতো। টাকি মূলত ছোট একটি শহর। ইছামতী নদীর পাড়ের এই টাকির অপর দিকে রয়েছে বাংলাদেশ। দুই দেশের মাঝে সীমান্তের রেখা টেনেছে ইছামতী নদী। টাকিকে অনেকেই গেটওয়ে অফ সুন্দরবনও বলে থাকেন। বহু পর্যটক টাকি হয়েও সুন্দরবনে বেড়াতে যান।
টাকিতে কী দেখবেন?
ইছামতী নদীর পাড়ের এই টাকিতে টাকি পুরসভার তরফে ছোট সুন্দরবন তৈরি করা হয়েছে। সুন্দরী, গরান, গেঁও-সহ উপকূলের নানা গাছের সম্ভার রয়েছে এই বাগানে। টাকির কাছেই রয়েছে মাছরাঙা দ্বীপ। ডিঙি নৌকায় চেপে ঝটপট ঘুরে আসতে পারেন অপূর্ব এই দ্বীপটি থেকেও। এছাড়াও এখানকার ভগ্নপ্রায় রাজবাড়ি, জোড়া মন্দির, কুলেশ্বরী কালিবাড়ি, ইছামতী নদীর ধারের বৃদ্ধাশ্রম এবং বিধান সৈকত ঘুরে দেখতে পারেমন। স্থানীয় এলাকায় বেড়াতে টোটো বা ভ্যান রিক্সা ভাড়া করে নিতে পারেন।
টাকিতে কোথায় থাকবেন?
টাকিতে থাকার জন্য একাধিক গেস্ট হাউস এবং হোটেল পেয়ে যাবেন। ইছামতী নদীর ধারে হোটেল বা গেস্ট হাউসে থাকার মজাই আলাদা। ব্যালকনিতে বসেই নদীপাড়ের অপরূপ সৌন্দর্য অনুভব করতে পারবেন। টাকিতে গিয়েও হোটেল বুক করতে পারেন। অথবা আগে থেকে বুকিং করে যেতে পারেন। সেক্ষেত্রে MakemyTrip কিংবা Yatra-র মতো ওয়েবসাইটগুলিতে যান। এখানকার হোটেল কিংবা গেস্ট হাউসগুলিতে থাকা-খাওয়ার খরচও নাগালের মধ্যেই।
কীভাবে যাবেন টাকিতে?
কলকাতা থেকে ট্রেনে বা সড়কপথে টাকিতে যাওয়া যায়। ট্রেনে গেলে শিয়ালদহ থেকে হাসনাবাদ শাখার লোকাল ট্রেন ধরুন। শিয়ালদহ থেকে টাকি রোড স্টেশনে পৌঁছতে প্রায় ২ ঘণ্টা সময় লাগে। শিয়ালদহ থেকে টাকি রোড স্টেশনে পৌঁছতে প্রতিদিন একাধিক ট্রেন রয়েছে। টাকি রোড স্টেশনে নামার পর সেখান থেকে টোটো বা অটোয় চেপে পৌঁছে যেতে পারেন টাকি রাজবাড়ি ঘাটে। বাসে গেলে কলকাতার ধর্মতলায় পৌঁছে যান। টাকি যাওয়ার বাস পেয়ে যাবেন। এছাড়াও উত্তর ২৪ পরগনার বারাসত থেকেও টাকি যাওয়ার বাস পেয়ে যাবেন। তবে বাসে যাওয়ার চেয়ে টাকি যেতে গেলে লোকাল ট্রেনে গেলেই বেশি আনন্দ পাবেন।