Coromandel Express Accident Updates: বালেশ্বরে দুর্ঘটনার করাল গ্রাস থেকে বরাতজোরে প্রাণে বেঁচে যাওয়া যাত্রীদের নিয়ে হাওড়ায় পৌঁছেছে বিশেষ ট্রেন। শুক্রবার রাতের দুঃসহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে এখনও যেন শিউরে উঠছেন যাত্রীরা। রেলের উদ্যোগেই বিশেষ ট্রেনে তাঁদের ফেরানোর ব্যবস্থা করা হয়েছিল। গতকাল রাতের দুর্ঘটনার মুহূর্তের কথা বলতে গিয়ে অনেকে এখনও যেন শিউরে উঠছেন।
Advertisment
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৩৮ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রবল। আহতের সংখ্যা সাড়ে ছ'শোরও বেশি। শুক্রবার রাত আটটা নাগাদ বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে পড়ে শালিমার থেকে ছেড়ে যাওয়া আপ করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনের অধিকাংশ যাত্রীই এরাজ্য থেকে গিয়েছিলেন।
শনিবার বেলা দেড়টা নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছোয় বিশেষ ট্রেন। ওই ট্রেনেই দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের যাত্রীদের ফিরিয়ে এনেছে রেল। যাত্রীদের অনেকেই চোট পেয়েছেন, তবে অল্পবিস্তর। তবে প্রত্যেকের চোখে-মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। গতকাল রাতের দুঃসহ স্মৃতি ভুলতেই পারছেন না তাঁরা।
এক যাত্রী বললেন, 'আমরা গল্প করছিলাম। হঠাতই বিকট শব্দ। কয়েকটা কামরা ছিটকে চলে গিয়েছিল। প্রথমে তো মনে হল কেউ চেন টেনেছে। গতকাল রাত আটটা নাগাদ দুর্ঘটনা ঘটেছে।' অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের আর এক যাত্রীর কথায়, ''প্রথমে তো মনে হল কেউ চেন টেনেছে। পরে বুঝলাম বিরাট দুর্ঘটনা ঘটে গেছে। কপালজোরে আমরা প্রাণে বেঁচেছি। তবে অনেকের মৃত্যু হয়েছে।'' আর এক যাত্রী জানিয়েছেন, ট্রেনটির ইঞ্জিন বদলের পরেই দুর্ঘটনা ঘটেছে। কয়েকটি বগি ছিটেক বেরিয়ে গিয়েছিল।