Advertisment

Tapas Roy: মমতার বিরুদ্ধে একরাশ ক্ষোভ! ইস্তফা তাপস রায়ের

TMC: গত তিনবারের বরানগরের বিধায়ক তাপস রায়। সাম্প্রতিক অতীতে একাধিকবার তিনি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সুদীপই তাঁর বাড়িতে ইডি পাঠানোর ব্যবস্থা করেছিলেন বলেও বিস্ফোরক দাবি করেছিলেন তাপস রায়। তারপরই প্রবীণ এই বিধায়কের নিশানায় খোদ মুখ্যমন্ত্রী। কেন?

author-image
IE Bangla Web Desk
New Update
tmc mla Tapas Roy resignation controversy begins

Tapas Ray: বিধায়ক পদ ছাড়লেন, তৃণমূলও, এবার কোথায়?

Tapas Roy resignation from MLA post: বিধায়ক পদ ছাড়লেন তাপস রায়, সঙ্গে তৃণমূলও। সোমবার বিধানসভায় গিয়ে বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এই প্রবীণ রাজনীতিক। বিধানসভা থেকে বেরিয়ে তাপস বলেন, 'এই তৃণমূল আমার জন্য নয়। আমি ফ্রি বার্ড।' জল্পনা তিনি জোড়া-ফুল চেড়ে পদ্ম ফুলে নাম লেখাবেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'এরপর কোথায় যাব, কী করব সেটা পরেই জানাব।' এর আগে নিজের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, দলনেত্রীর উপর ক্ষোভের কারণেই তাঁর এই পদক্ষেপ।

Advertisment

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভীষণ অসন্তুষ্ট বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। তাঁর বিধায়ক পদ থেকে ইস্তফা ও বিজেপিতে যোগদানের জল্পনার মাঝেই একথা জানান তাপস। সোমবার সকালে তাপস রায়ের বাড়িতে গিয়েছিলেন কুণাল ঘোষ ও মন্ত্রী ব্রাত্য বসু। ঘণ্টা দু'য়েকের বেশি তাঁদের মধ্যে বৈঠক হয়। কিন্তু চিঁড়ে ভেজেনি। ঘাস-ফুল ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকেন তৃণমূলের প্রবীণ এই নেতা।

এরপরই বাড়ি থেকে বিধানসভা যাওয়ার পথে সাংবাদিক বৈঠক করেন তাপস রায। সেখানেই অভিমানী গলায় বলেন, ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ইডি অভিযান চালিয়েছিল। তারপর ৫৫ দিন অতিক্রান্ত। সেই থেকে তাঁর সঙ্গে দলের শীর্ষ নেতৃত্ব কোনও যোগাযোগ নেই। এমনকী শাহজাহান নিয়ে বিধানসভায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেও তাপস রায়ের ক্ষেত্রে কোনও কিছু বলেননি।

প্রচণ্ড ক্ষোভের সুরে তাপস রায় বলেন, '২৩-২৪ বছর আমার সম্পর্ক তৃণমূলের সঙ্গে। আমি যা মনে করেছি সেটা করেছি। ১২ জানুয়ারি আমার বাড়িতে একটি ঘটনা ঘটে যায়। ইডি অভিযান চালিয়েছিল। সেই অভিযানের পর ৫২ দিন কাটলেও দল আমার পাশে দাঁড়ায়নি। ৫২ দিন হয়ে গেলেও মুখ্যমন্ত্রীও আমার কথা বলেননি। সেটা সকলেই জানে। আমাকেও ডাকা হয়নি বা ফোন করেননি। সেটা সকলেই জানে। আমাকেও ডাকা হয়নি বা ফোন করেননি। এটার পিছনে কে আছে সেটা সবাই জানে। অনেকেই বলেছে এর পেছনে আমার দলেরই কেউ আছে। যখন আমার বাড়িতে রেড চলছে তখন স্বামী বিবেকানন্দর বাড়িতে কেউ কেউ উল্লাস করেছেন। আমাকে অনেকেই এটা বলেছেন। তবে অনেকেই এটা নিয়ে প্রতিবাদও করেছেন। ব্রাত্য ও কুণাল এসেছিল। ব্রাত্য ও কুণাল এসেছিল। কুণালের কাছে শোকজের নোটিশ পাঠিয়েছে দল। এই দলে যাদের শোকজ করা উচিত, বহিষ্কার করা উচিত, তাঁরা বহাল তবিয়তে রয়েছেন।'

আরও পড়ুন- Tapas Roy: তৃণমূলে ‘তিতিবিরক্ত’ তাপস! বোঝাতে বাড়ি ছুটলেন ব্রাত্য-কুণাল

তাপসের দাবি, 'এত দুর্নীতি, তারপর সন্দেশখালি, ঘরে বাইরে আপমান ও উপেক্ষা। সে সব আমাকে তাড়না দিয়েছে। আমি অভিমানী, হতাশ ও ভারাক্রান্ত।'

গত তিনবারের বরানগরের বিধায়ক তাপস রায়। সাম্প্রতিক অতীতে একাধিকবার তিনি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন। সুদীপই তাঁর বাড়িতে ইডি পাঠানোর ব্যবস্থা করেছিলেন বলেও বিস্ফোরক দাবি করেছিলেন তাপস রায়।

Mamata Banerjee TMC MLA Tapash Ray
Advertisment