Advertisment

Dilip Ghosh on Tapas Roy: 'তাপস দা'কে দিয়ে শুরু, আগামীতে আরও', বিস্ফোরক ইঙ্গিত দিলীপের

কী এমন বললেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ?

author-image
IE Bangla Web Desk
New Update
tapas roy, তাপস রায়, tapas roy tmc, তাপস রায় তৃণমূল, tapas roy resignation tmc, তৃণমূল থেকে ইস্তফা তাপস রায়ের, tapas roy resignation from tmc dilip ghosh bjp, তৃণমূল থেকে তাপস রায়ের ইস্তফা প্রসঙ্গে দিলীপ ঘোষ

ক্যাপশন- ভোট আসতেই ফের চড়া সুর বিজেপি নেতাদের।

Tapas Roy's resignation: ভোট আসতেই ফের তৃণমূল থেকে ইস্তফার পালা শুরু। সোমবারই জোড়-ফুলের সঙ্গে ২৩ বছরের সম্পর্ক ছিন্ন করলেন বর্ষীয়ান এই তৃণমূল নেতা। বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাপসবাবুর পথের পথিক হবেন আরও অনেকে। তাপস রায়ের তৃণমূল ছাড়ার পরই দাবি মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের।

Advertisment

এর আগে সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তাপস রায়। উত্তর কলকাতার সাংসদ বিজেপি ঘনিষ্ঠ বলে অভিযোগ তাঁর। এসবের মধ্যেই ৫২ দিন আগে তাপস রায়ের বাড়িতে ইডি হানা দিয়েছিল। যা দলীয় সাংসদ সুদীপের অঙ্গুলিহিলনেই হয়েছিল বলে সোচ্চার হয়েছিলেন তাপস। তাপসের অভিযোগ, এরপর ৫২ দিন কেটে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে নিয়ে মুখ খোলেননি। কিন্তু, সন্দেশখালির শেখ শাহজাহানকে ইডি 'টার্গেট' করেছিল বলে বিধানসভায় বলেছিলেন মুখ্যমন্ত্রী। তাপসের দাবি, এ জন্যই আহত তিনি। মূলত দলনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ, অভইমান থেকেই তৃণমূল ছেড়েছেন তিনি।

সোমবার দুপুরে তাপস রায়ের তৃণমূল ছাড়া নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন, তাঁর সঙ্গে বরানগরের প্রাক্তন বিধায়কের সম্পর্ক ভালই। দিলীপ বলেছেন, 'তাপস দার মতো ওই জেনারেশনের রাজনীতিকরা দলে থাকতে পারছেন না। তৃণমূলে মূল্যবোধ শেষ হয়ে যাচ্ছে, তাই তাঁদের পক্ষে দলে টিকে থাকা কষ্টের। উনি অনেক চেষ্টা করেছেন পারেননি।'

তাপস কী এবূার বিজেপিতে যোগ দেবেন? জবাবে দিলীপ ঘোষের কৌশলী জবাব, 'অনেকেই আসছেন। আসবেন কি না, সেটা ওঁর সিদ্ধান্ত। তবে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন, এটুকু বলতে পারি।' সঙ্গে জুড়ে দেন, 'তাপস দা'কে দিয়ে শুরু হল, আগামীতে আরও অনেক এরকম দৃশ্য দেখা যাবে।'

tmc Tapash Ray loksabha election 2024
Advertisment