Tapas-Tamoghna X-Category Security: অর্জুন সিং, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, রেখা পাত্রর পর এবার কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায়কেও সুরক্ষা দিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর। তাপসবাবুকে এক্স-ক্যাটেগরি নিরাপত্তা দেওয়া হয়েছে অমুত শাহর মন্ত্রকের তরফে। একই নিরাপত্তা দেওয়া হয়েছে উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষকেও।
শুক্রবার রাত থেকেই বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে তাপস রায় ও তমোঘ্ন ঘোষকে। এই দুই নেতার নিরাপত্তায় বর্তমানে চারজন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দেহরক্ষী হিসেবে রয়েছে।
উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায় এবং জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের উপর প্রচারে বেশ কয়েকবার হামলা হয়েছে। যা আরও হতে পারে। এরকমই আশঙ্কা প্রকাশ করা হয় গোয়েন্দাদের তরফে। তারপরেই কলকাতার এই দুই পদ্ম নেতার নিরাপত্তায় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন- Kunal Ghosh: ভোট ময়দানে কুণাল গেঁরো রুখতে আসরে ব্রাত্য-ডেরেক! বৈঠকে আদৌ সমস্যা মিটল?
অর্জুন সিং ফের ব্যারাকপুরের বিজেপি প্রার্থী হওয়ার পরই তাঁকে ওয়াই-ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়। অন্যদিকে বিচারপতির কুর্সি ছেড়ে রাজনীতির ময়দানে নাম লিখিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপিতে যোগ দেন তিনি। পরে তাঁকেই তমলুক লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছে গেরুয়া বাহিনী। বিজেপির এই প্রার্থীকেও ওয়াই-ক্যাটাগরি নিরাপত্তা দিচ্ছে অমিত শাহর মন্ত্রক। এছাড়া এক্স-ক্যাটাগরির সুরক্ষা দেওয়া হয়েছে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির মুখ রেখা পাত্রকেও।