Advertisment

রাজ্যের মন্ত্রী তাপস রায় করোনা আক্রান্ত, কলকাতা মেডিক্যালে চিকিৎসাধীন

জানা গিয়েছে, মন্ত্রীর শরীরে আপাতত করোনার কোনও লক্ষণ নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়। (একেবারে ডান দিকে)

করোনা আক্রান্ত রাজ্যের পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়। নমুনা পরীক্ষার পর বৃহস্পতিবার রাতেই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। ওই দিনই চিকিৎসার জন্য কলকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়েছেন তিনি। জানা গিয়েছে, মন্ত্রীর শরীরে আপাতত করোনার কোনও লক্ষণ নেই।

Advertisment

আইসোলেশনে রয়েছেন মন্ত্রী তথা বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের স্ত্রী এবং কন্যা। শুক্রবারই তাঁদেরই কোভিড পরীক্ষা হবে বলে খবর।

গোটা দেশের সঙ্গেই রাজ্যেও পাল্লা দিয়ে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজ্যে ৩ হাজারের বেশি মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। কোভিডের প্রকোপ পড়েছে রাজ্যের নেতা-নেত্রীদের উপরও। বৃহস্পতিবারই করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বাঁকুড়ার ইন্দাসের বিধায়ক গুরুপদ মেটে। দিন দশেক আগে জ্বরে আক্রান্ত হন বিধায়ক। তারপরই পরীক্ষা করা দেখা যায় রিপোর্ট করোনা পজিটিভ। শেষ পর্যন্ত হাও়ড়ার এক হাসপাতালে ভর্তি করা হয় গুরুপদবাবুকে। তাঁর সারূরিক অবস্থা অবনতি হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন গুরুপদ মেটে। এর আগে করোনা সংক্রমণের জেরে মৃত্যু হয়েছে তৃণমূলের পলতা ও এগরার বিধায়ক তমোনাশ ঘোষ এবং সমরেশ দাসের।

বিগত কয়েক মাসে রাজ্যের একাধিক মন্ত্রী ও তৃণমূলের বিধায়ক করোনায় আক্রান্ত হয়েছেন। দমকল মন্ত্রী সুজিত বসু, ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী মন্ত্রী স্বপন দেবনাথ, পরিবহণ মন্ত্রী শুবেন্দু অধিকারী করোনা আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তাঁরা প্রত্যেকেই সুস্থ। এছাড়াও তৃণমূল বিধায়ক জটু লাহিড়ি, খলিলুর রহমানও কোভিডে সংক্রমিত হয়েছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

West Bengal tapas tmc
Advertisment