Advertisment

Tapash Roy: ফুল বদলে বিজেপিতে তাপস রায়, 'শান্তির বাংলা' গড়ার সংকল্পে দল না ছাড়ার অঙ্গীকার

Tapas Roy's future as a politician: এখন দেখার উত্তর কলকাতা থেকে তাঁকে গেরুয়া শিবির লোকসভা ভোটের প্রার্থী করে কিনা।

author-image
IE Bangla Web Desk
New Update
tapash roy join bjp, বিজেপিতে যোগ দিলেন তাপস রায়

তাপস রায়ের হাতে পদ্ম পতাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। ছবি- পার্থ পাল

Tapash Roy join BJP: বিজেপিতে যোগ দিলেন বরানগরের সদ্য পদত্যাগী তৃণমূল বিধায়ক তাপস রায়। বর্ষীয়ান এই নেতার হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Advertisment

বুধবার সকালে তাপস রায়কে ফোন করেছিলেন বিজেপির আইটি সেলের জাতীয় আহ্বায়ক অমিত মালব্য। যোগাযোগ করেছিলেন শুভেন্দু, সুকান্তও। যোগদানের বিষয়ে তাঁদের আলোচনা হয়। তারপরই জোড়-ফুল ছেড়ে পদ্ম-ফুলে যোগদানের সিদ্ধান্ত পাকা করেন তাপস রায়।

গেরুয়া দলে যোগ দিয়ে তাপস রায় বলেছেন, 'শান্তির বাংলা গড়তে বিজেপিতে যোগ দিলাম। ১০০ শতাংশ অনুগত থাকব বিজেপির প্রতি। যতদিন এই দলে থাকব সুচারুভাবে দায়িত্ব পালন করব।' রাজ্য সরকারকে তোপ দেগে বর্ষীয়ান এই নেতা বলেন, 'রাজ্য সরকার মানুষের নয়, শেখ শাহজাহান, শিবু হাজরাদের সরকার।'

আরও পড়ুন- PM Modi Barasat Rally Updates: ‘নারীশক্তি জাগছে, বাংলায় সন্দেশখালি ঝড় উঠবে’, ভবিষ্যদ্বাণী প্রধানমন্ত্রী মোদীর

তাপস রায়ের বিজেপিতে যোগদান প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, 'বিজেপির তাপস রায়ের মত বলিষ্ঠ নেতৃত্বের প্রয়োজন ছিল। আশাকরি সেই প্রয়োজন মিটবে। বরানগর থেকে মধ্য কলকাতা- সর্বস্তরের বিজেপি নেতা, কর্মী আমাদের তাপস রায়কে স্বাগত জানাতে বলেছিলেন। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে তাপস রায়কে আমরা বিজেপিতে স্বাগত জানাচ্ছি।'

তাপসের বিজেপিতে যোগদান সম্পর্কে তৃণমূলের কুণাল ঘোষ বলেন, 'তাপসদা আমার দাদার মতো। উনি বিরোধী শিবিরের যাচ্ছেন। বিষয়টি দুর্ভাগ্যজনক। তাপসদার সঙ্গে আমার সম্পর্ক দাদা-ভাইয়ের মত। ওনার কিছু ক্ষোভ ছিল দল সম্পর্কে। দলীয় নেতৃত্ব চাইলে বিষয়টি আলোচনা করে মেটাতে পারতেন। উনি ও সজল ঘোষদের এই সব কারণেই আটকানো গেল না।'

আরও পড়ুন- PM Modi Barasat Rally: নজরে মহিলা ভোট, মোদীর মুখে নারী শক্তির জয়জয়কার, কী কী বললেন?

এদিকে বিধানসভায় এদিন গৃহিত হয়নি তাপস রায়ের বিধায়ক পদে ইস্তফাপত্র। পক্রিয়াগত ত্রুটির কারণে এই জটিলতা। বৃহস্পতিবার ফের নতুন করে ইস্তফাপত্র স্পিকারের দিতে হবে তাঁকে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'তাপস রায় যে ইস্তফাপত্র দিয়েছিলেন তাতে ত্রুটি ধরা পড়েছে। ফলে আজ সেটি গ্রহণ করা হয়নি। উনি এসেছিলেন। ২৪ ঘন্টার মধ্যে নতুন করে চিঠি দিতে বলেছি।'

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপিপ্রীতির অভিযোগ, তাঁর বাড়িতে ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে অসন্তুষ্ট, অভিমানী ছিলেন বলে দলত্যাগের সময় জানিয়েছিলেন তাপস রায়। পদত্যাগ করেন বিধায়ক পদ থেকে।

Suvendu Adhikari Sukanta Majumder Tapash Ray bjp
Advertisment