Advertisment

তারাপীঠ মন্দির ছেড়ে অন্যত্র অধিষ্ঠান 'তারা মা'য়ের! পুজো দিতে কোথায় যাবেন ভক্তরা?

আজ থেকে তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহে পুজো হবে না 'তারা মা'য়ের।

IE Bangla Web Desk এবং Nilotpal Sil
New Update
new rules and regulations in tarapith mandir , তারাপীঠে মা তারা'র পুজো দিতে নয়া নিয়ম

তারাপীঠ মন্দিরের 'তারা মা'।

আজ থেকে তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহে পুজো হবে না 'তারা মা'য়ের। মন্দিরের পাশে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে 'তারা মা'কে অধিষ্ঠিত করে পুজো করা হবে। তারাপীঠ মন্দিরের গর্ভগৃহের ভিতরে সংস্কারের কাজ চলার জেরেই এই সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের। ফের কবে মূল মন্দিরে অধিষ্ঠিত হবেন 'মা তারা'? বিশদে তা জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়।

Advertisment

সোমবার ভোরে চন্দ্রচূড় ভৈরব মন্দিরে 'তারা মা'য়ের অধিষ্ঠানের পরে মঙ্গল-আরতি। আজ থেকে ভক্তরা 'তারা মা'য়ের পুজো দিতে এলে তাঁদের চন্দ্রচূড় ভৈরব মন্দিরে যেতে হবে। আপাতত আগামী ৫ দিন এই চন্দ্রচূড় ভৈরব মন্দিরেই 'মা তারা' অধিষ্ঠিত থাকবেন। আগামী শুক্রবার ২৫ অগাস্ট সন্ধ্যায় ফের 'তারা মা'কে মূল মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে আনা হবে।

publive-image
'তারা মা'য়ের পুজো দিতে ভক্তদের ভিড়।

তারাপীঠ মন্দিরের মূল গর্ভগৃহ থেকে 'তারা মা'য়ের মূর্তি সরানো নিয়ে বিশদে জানিয়েছেন তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়। মন্দিরের সংস্কারের কাজের জন্য কেন এই সময়টাকেই বেছে নেওয়া হল সেপ্রসঙ্গেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন- ‘কাশ্মীর ঠাণ্ডা করেছি, তো কোথায় যাদবপুর’, দিলীপের চাঁচাছোলা মন্তব্যে বিতর্ক

publive-image
'তারা মা'য়ের পুজো অন্যত্র হওয়ার কারণ জানিয়ে ঘোষণাপত্র মন্দির কমিটির।

মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন, 'গত কয়েক বছর ধরে মন্দিরের ভিতরের অংশের সংস্কার করা হয়নি। সামনেই কৌশিকী অমাবস্যা। সেই তিথিতে তারাপীঠে প্রচুর পুন্যার্থীর সমাগম হয়। বর্তমানে রেলের কাজ চলায় তারাপীঠে পুন্যার্থীদের সংখ্যা কম। এই সুযোগকে কাজে লাগিয়েই এবার মন্দিরের ভিতরের অংশের সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পুন্যার্থীরা এলে তাঁদের পুজো দিতে যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েচে। চন্দ্রচূড় ভৈরব মন্দিরে মা তারাকে অধিষ্ঠিত করে পুজো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।'

আরও পড়ুন- যাদবপুর-কাণ্ডের ছায়া! সিনিয়রদের মারাত্মক ‘অত্যাচার’, চরম পদক্ষেপ ক্লাস টেনের ছাত্রের

Birbhum West Bengal Tarapith Tarapith Temple
Advertisment