Advertisment

দোরগোড়ায় তৃতীয় ঢেউ! কৌশিকী অমাবস্যায় সংক্রমণ এড়াতে ছয় দিন বন্ধ তারাপীঠ মন্দির

Tarapith Temple: এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিএম বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Tarapith, Covid-19, Bengal Corona

ফাইল ছবি।

Tarapith Temple: পর্যটক-সহ পুন্যার্থীদের কাছে দুঃসংবাদ! সেপ্টেম্বরে ৩-৮ ছয় দিন বন্ধ থাকছে তারাপীঠ মন্দির। জানা গিয়েছে, কৌশিকী আমাবস্যায় বন্ধ রাখা হবে মন্দিরের দ্বার। তবে নিত্য হবে মায়ের পুজো। তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় সতর্কতা মেনে এই সিদ্ধান্ত। জমায়েত নিয়ন্ত্রণে বীরভূম জেলা প্রশাসন এই পথে হাঁটল। এমনটাই সূত্রের খবর। মঙ্গলবার জেলা প্রশাসনের সঙ্গে জেলা পুলিশ, মন্দির কমিটি, হোটেল মালিক সংগঠন, অটো-টোটো ইউনিয়ন বৈঠক করে। তারপরেই ছয় দিন মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisment

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন ডিএম বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী, স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়-সহ অন্যরা। এদিকে

আরও কমল দেশের দৈনিক সংক্রমণ৷ স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন৷ একদিনে দেশে করোনার বলি আরও ৪৩৭৷ অন্য রাজ্যগুলিতে সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্রের চিন্তা বাড়িয়েই চলেছে কেরল ও মহারাষ্ট্র৷ গত ২৪ ঘণ্টায় এই দুই রাজ্যেই নতুন করে আক্রান্ত হলেন ১৬ হাজারের বেশি৷ দুই রাজ্যে একদিনে করোনার বলি ২৪৩৷

আরও পড়ুন- ফের কোপ মধ্যবিত্তের হেঁশেলে, ২৫ টাকা বাড়ল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম

সার্বিকভাবে দেশের করোনা-গ্রাফ স্বস্তি দিচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন, মৃত্যু হয়েছে ৪৩৭ জনের৷ গত ১৫৪ দিনের মধ্যে এটাই দেশের সর্বনিম্ন সংক্রমণ৷ তবে কেরল ও মহারাষ্ট্রে সংক্রমণের বিদ্যুৎ গতি অব্যাহত রয়েছে৷ একদিনে শুধু কেরলেই নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ৷ মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১৪৫ জন৷ স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ২২ লক্ষ ৫০ হাজার ৬৭৯ জন। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৩২ হাজার ৭৯ জন।

এদিকে, মহারাষ্ট্রে চিন্তা বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট৷ SARS-CoV2 ভাইরাসে আক্রান্ত আরও ১০ জনের খোঁজ মিলেছে মারাঠাভূমে৷ করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে৷ এখনও পর্যন্ত রাজ্যের ৭৬ জনের শরীরে করোনার এই ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে৷ এখনও পর্যন্ত করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রের ৫ বাসিন্দার মৃত্যু হয়েছে৷

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

Birbhum Corona Bengal Tarapith Temple
Advertisment