পুন্যার্থীদের স্বার্থে এবার বিরাট সিদ্ধান্ত তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের। কৌশিকী অমাবস্যায় ফি বারের মতো এবারও কাতারে-কাতারে পুন্যার্থীদের ঢল নামবে মন্দিরে, এমনই আশা করছেন তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। তাই ভক্তদের সুবিধার্থে তাঁদের কথা ভেবেই কৌশিকী অমাবস্যা উপলক্ষে অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে ভিড় এড়িয়ে পুজো দেওয়ার ক্ষেত্রে ভক্তদের দারুণ সুবিধা হবেই বলেই মনে করা হচ্ছে।
কৌশিকী অমবাস্যায় কী সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ?
আসন্ন কৌশিকী অমাবস্যায় শুধুমাত্র ভক্তদের কথা ভেবেই সারাদিন ও সারারাত তারাপীঠ মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদিন ও সারারাত তারাপীঠ মন্দির খোলা থাকবে। কৌশিকী অমাবস্যায় পরপর দু'দিন সারাদিন ও সারারাত তারাপীঠ মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আর মাত্র কয়েকদিন পরেই কৌশিকী অমাবস্যা। এবারও কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে বিপুল ভক্ত সমাগমের আশা করছে মন্দির কর্তৃপক্ষ। তাই তাঁদের কথা ভেবেই এবার কৌশিকী অমাবস্যা উপলক্ষে পরপর দু'দিন সারাদিন ও সারারাত মন্দির খুলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন- দক্ষিণবঙ্গে চূড়ান্ত ফর্মে দুরন্ত কামব্যাক বর্ষার? মারকাটারি বৃষ্টি কবে থেকে?
কৌশিকী অমাবস্যা কবে? কখন শুরু পুন্যতিথি?
এবছর আগামী ১৪ সেপ্টেম্বর অর্থাৎ ২৭ ভাদ্র কৌশিকী অমবাস্যার পুন্যতিথি। আগামী ১৪ সেপ্টেম্বর ভোর ৫.৩১ মিনিটে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে। পরের দিন অর্থাৎ ১৫ সেপ্টেম্বর সকাল ৬.৩০ পর্যন্ত কৌশিকী অমবাস্যার তিথি থাকবে। প্রতিটি কালীমন্দিরেই কৌশিকী অমাবস্যায় ভিড় বাড়বে ভক্তদের। তবে তারাপীঠ মন্দিরে এবার রেকর্ড পুন্যার্থী সমাগমের আশা করা হচ্ছে। সেই কারণেই ভক্ত স্বার্থে বিশেষ ব্যবস্থা নিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ।