করোনা অতিমারীর আবহে এবার কোপ পড়ল তারকেশ্বরের শ্রাবণী মেলার বাঁকযাত্রায়। কাঁধে বাঁক নিয়ে এবছর ঢোকা নিষেধ তারকেশ্বরে। করোনা অতিমারীর আবহে শ্রাবণী মেলা উপলক্ষে বাঁকযাত্রার আয়োজন বাতিল করেছে মন্দির কর্তৃপক্ষ। একথা জানিয়েছেন, তারকেশ্বর মন্দিরের মঠাধীশ দণ্ডী স্বামী সুরেশ্বর আশ্রম মহন্ত মহারাজ।
তবে পুণ্যার্থীদের জন্য খোলা থাকবে মন্দির। বাড়ানো হয়েছে মন্দিরে প্রবেশের সময়সীমা। এছাড়া করোনা বিধিও জারি থাকছে পুণ্যার্থীদের জন্য। করোনা অতিমারীর জন্য গত বছরও বন্ধ ছিল শ্রাবণী মেলার জলযাত্রা। মন্দিরও বন্ধ রাখা হয়েছিল।
কিন্তু এবার সংক্রমণ কিছুটা নিম্নমুখী হওয়ায় খোলা থাকছে মন্দির। শ্রাবণী মেলাও বন্ধই থাকছে। প্রতি বছরের মতো এবার কাঁধে বাঁকে করে জল নিয়ে আসা যাবে না মন্দিরে।
আরও পড়ুন দার্জিলিংয়ে বেড়াতে যাবেন? এই দুটি জিনিস না থাকলে ঢোকা যাবে না পাহাড়ে
আগে সকাল ৬টা থেকে বেলা ১টা পর্যন্ত খোলা থাকত মন্দির। এবার সময় বাড়িয়ে ভোর ৫.৩০ থেকে দুপুর ২টো পর্যন্ত খোলা থাকবে মন্দির। একসঙ্গে ২০০ জনের বেশি পুণ্যার্থী ঢুকতে পারবেন না মন্দিরের ভিতরে। গর্ভগৃহ বন্ধই থাকছে। সমস্ত কোভিড বিধি মানতে হবে ভক্তদের।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন