আবারও তথাগত রায়ের নিশানায় দিলীপ ঘোষ। প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতিকে তুলোধনা দলেরই বর্ষীয়ান নেতার। ২০২১ সালে এ রাজ্যে বিজেপির জেতার সমূহ সম্ভাবনা ছিল বলে মনে করেন তথাগত রায়। তবে দিলীপ ঘোষ-সহ বিজেপির চার নেতার জন্যই তা সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এখানেই থেমে থাকেননি তথাগত রায়। দিলীপ ঘোষকে নিয়ে আর যা যা তিনি বলেছেন তা এখন জোর চর্চায়।
আজ তক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নিয়ে মুখ খুলেছেন তথাগত রায়। কিছুক্ষণের একান্ত আালপচারিতায় উঠে এসেছে নানা প্রসঙ্গ। ২০২১-এর বিধানসভা ভোট থেকে শুরু করে রাজ্যে দলের কাজ পরিচালনা, সব কিছু নিয়ে রাখঢাক না রেখেই সোজাসাপটা উত্তর বর্ষীয়ান বিজেপি নেতার।
কী বলেছেন তথাগত রায়?
"কৈলাশ, দিলীপ, শিবপ্রকাশ, অরবিন্দ এই চারজনের হাতে ২০২১ সালে রাজ্যে বিজেপির হয়ে বিধানসভা ভোট পরিচালনার দায়িত্ব ছিল। বিজেপির যে নির্বাচনটায় জেতার সমূহ সম্ভাবনা ছিল এই চারজনের জন্যই হেরে গেছে। কারণটা হচ্ছে কামিনী কাঞ্চন।"
অভিনেত্রীদের থেকেও 'সুবিধা' নিয়েছিলেন দিলীপ ঘোষ…
"দিলীপ ঘোষ থাকাকালীন দলের ক্ষতি হয়েছিল। অভিনেত্রীদের থেকে দিলীপ ঘোষ কী সুবিধা নিয়েছিলেন সেটা কী আমায় খোলসা করে বলতে হবে? আমি অন্য কোনও দল কোনওদিন করিনি। তবে দিলীপ ঘোষ কিছু সুবিধা নিয়েছেন সেটা আমি জানি। সেটা সম্পর্কে বেশি কিছু বলছি না। এই ঘটনাটা বিজেপির একজন বর্তমান নেতৃত্বস্থানীয় ব্যক্তি আমাকে জানিয়েছেন। দিলীপ ঘোষ নিজের শিক্ষাগত যোগ্যতাও ভাঁড়িয়েছিলেন।"
আরও পড়ুন- পুজোর মুখে রাজ্যপালের দুরন্ত বাউন্সার! ‘বেসামাল’ রাজ্যের ‘ধীরে চলো নীতি’
এর আগেও একাধিকবার দিলীপ ঘোষকে বিঁধে নানা মন্তব্য করেছেন তথাগত রায়। পাল্টা দিলীপ ঘোষও তথাগত রায়কে জবাব দেন। রাজ্যে দলের শ্রীবৃদ্ধিতে তথাগত রায়ের কোনও ভূমিকা নেই বলে মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। শুধু তাই নয় কলকাতায় বিজেপির সদর কার্যালয়কে তথাগত রায় পানশালায় পরিণত করেছিলেন বলেও তোপ দেগেছিলেন মেদিনীপুরের বিজেপি সাংসদ।