এবার খোদ বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়ের গলায় 'সেটিং' তত্ত্ব। বাম-কংগ্রেসের পুরনো অভিযোগ নিয়ে নিজের মতামত জানালেন খোদ বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্তে কেন্দ্রীয় সংস্থার 'ঢিলেমি' অভিযোগ বারবার তুলছে বাম-কংগ্রেস। এক্ষেত্রেই উঠছে বিজেপি-তৃণমূল আঁতাত প্রসঙ্গও। সেই বিষয়েই একটি সংবাদমাধ্যমে সোজাসাপ্টা নিজের মতামত জানিয়েছেন তথাগত রায়। বর্ষীয়ান বিজেপি নেতার এমন মন্তব্যে রাজ্য রাজনীতিতে জেরাদার চর্চা শুরু হয়েছে।
বিজেপি-তৃণমূল আঁতাত বা সেটিং অভিযোগ নিয়ে কী বলেছেন তথাগত রায়?
"পারসেপশন যেটা তৈরি হয়েছে তার দুটো ব্যাখ্যা আছে। যে ব্যাখ্যাটা বেশি তৈরি হয়েছে বা লোকের ধারণা হয়েছে সেটা হল সেটিং। সেটিং হল এই যে, বিজেপির সঙ্গে তৃণমূলের কোনও একটা আঁতাত হয়েছে। সেই আঁতাতের ভিত্তিতে অভিষেক যাই করুক না কেন তাঁকে গ্রেফতার করা হবে না বলে একটা ধারণা তৈরি হয়েছে। ওই মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে। অন্যান্য যারা আছে গ্রেফতার, তাদের ব্যাপারটাকে বাপু-বাছা করে একটু মোলায়েম করে দেওয়া হবে।"
"অভিষেক তো হেজিপেঁজি লোক নয়….", এটা বলে ঠিক কী বোঝাতে চাইলেন তথাগত?
তথাগত রায়ের কথায়, "দ্বিতীয় ব্যাখ্যাটা হচ্ছে পিকচার আভি বাকি হ্যায়…। পারসেপশন তৈরি হচ্ছে। কারণ সাধারণভাবে নীচতুলার কর্মীরা অতো তলিয়ে বোঝেন না। তাঁরা সাধারণভাবে আশা করবেন যে ওঁকে ক্যাঁক করে ধরতে হবে। অভিষেক তো হেজিপেঁজি লোক নয়। খোদ মুখ্যমন্ত্রীর ভাইপো। ভয়ঙ্কর ব্যাপার।"
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির মামলায় নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ইতিমধ্যেই এব্যাপারে তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদও করেছে কেন্দ্রীয় সংস্থা। সম্প্রতি আরও একবার তলব করা হয়েছে তৃণমূল সাসংদকে।
আরও পড়ুন- তৃণমূলের ‘মিশন দিল্লি’! নির্ধারিত সময়ে আদৌ পৌঁছোবে বাস? সংশয় চালকেরই
নিয়োগ দুর্নীতি মামলায় আগমী ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। তবে ওই দিনই আবার দিল্লিতে তৃণমূলের কেন্দ্র-বিরোধী ধর্না কর্মসূচি রয়েছে। ফলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ওই দিন ইডি দফতরে হাজিরা দেবেন না বলে জানিয়েছেন তিনি।