Advertisment

'ভাই ভাই-ই হয়', তথাগতর দুঃসময়ে পাশে সহোদর সৌগত

বহুদিন বাদ মুখোমুখি দুই ভাই।

author-image
IE Bangla Web Desk
New Update
Tathagata Roy Sougata Roy brother , 'ভাই ভাই-ই হয়', তথাগতর দুঃসময়ে পাশে সহোদর সৌগত

দাদা তথাগতর বাড়িতে ভাই সৌগত।

দু'জনের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন। দু'জনেই দু'টি পৃথক দলের প্রবীণ নেতা। তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখাও যায় না। অথচ তাঁরা সহোদর। তৃণমূলের সাংসদ 'ভাই' সৌগত রায় দাবি করেছিলেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথা বিজেপি নেতা 'দাদা' তথাগত রায়ের সঙ্গে তাঁর ঝগড়া না থাকলেও সম্পর্ক তেমন গদগদ নয়। তৃণমূলের সুদীপ-তাপস দ্বন্দ্ব চরমে পৌঁছতেই তিনি বলেছিলেন, 'দলে থেকে এমন কোনও কাজ করা উচিত নয়, যাতে কর্মী-সমর্থকদের মনে আঘাত লাগে। তাই তো আমি নিজের দাদার বাড়িতেই যাই না। কারণ তিনি বিজেপি করেন। তবে আমাদের সম্পর্ক খারাপ নয়।' কিন্তু, দাদার দুঃসময়ে পাশে গিয়ে দাঁড়ালেন ভাই। তথাগত রায়ের বাড়িতে গেলেন সৌগত রায়।

Advertisment

কয়েক মাস আগেই পড়ে গিয়ে শিরদাঁড়ায় চোট পেয়েছিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। ভর্তি ছিলেন শহরের বেসরকারি হাসপাতালে। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। বৃহস্পতিবার অসুস্থ দাদাকে দেখতে তাঁর বাড়িতে যান ভাই তথা তৃণমূল সাংসদ সৌগত রায়।

দীর্ঘ দিন পর দুই ভাইয়ের সাক্ষাতের কথা নিজেই টুইট করে জানিয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, তথাগতর পাশে বসে রয়েছেন ভাই সৌগত। ওই ছবির ক্যাপশনে তথাগত লিখেছেন, 'ভাই সৌগত এসেছিলেন। ভাই সব সময় ভাই-ই হয়।'

Sougata Roy tmc Tathagata Roy bjp
Advertisment