Advertisment

Suvendu Adhikari: BJP-তে সংখ্যালঘু মোর্চা চান না শুভেন্দু, এই প্রসঙ্গে এতদিনে কী বললেন তথাগত?

Suvendu Adhikari-Tathagata Roy: বরাবরই আগুনে মেজাজে বিরোধীদের তুলোধনা করতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে। তবে এবার দলে সংখ্যালঘু সেলের প্রয়োজনীয়তার কথা বলতে গিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন বিরোধী দলনেতা। দলেরই বৈঠকে তাঁর সেই ভাষণ ঘিরে জোরদার বিতর্কও তৈরি হয়েছে। এবার শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন বর্ষীয়ান BJP নেতা তথাগত রায়ও।

author-image
IE Bangla Web Desk
New Update
Tathagata Roy supports Suvendu Adhikaris statement about minority cell in BJP, শুভেন্দু অধিকারী, তথাগত রায়

শুভেন্দু অধিকারী ও তথাগত রায়।

BJP: BJP-র সংখ্যালঘু মোর্চা তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছিলেন শুভেন্দু অধিকারী। কোনও রাখঢাক না রেখে দলের প্রকাশ্য বৈঠকে এ কথা দৃপ্ত কন্ঠে বলেছিলেন তিনি। বিরোধী দলনেতার এমন মন্তব্যে বিতর্কে ঝড় উঠলেও শুভেন্দুর পাশে দাঁড়িয়ে 'সাবাশি' দিতে এগিয়ে এলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

Advertisment

এক্স হ্যান্ডেলে তঘাত রায় লিখেছেন, "শুভেন্দু কালকে তুমি যা বলেছ বিজেপি কর্মীদের হদয়ের কথা। আমারও। অভিনন্দন।" অপর একটি পোস্টে শুভেন্দু অধিকারীকে সাধুবাদ জানিয়ে তথাগত রায় আরও লিখেছেন, "রাজনীতিতে অনেকেরই এই ধরনের সত্য উচ্চস্বরে বলার সাহস নেই। শুভেন্দু অধিকারী দীর্ঘজীবী হন।"

কী বলেছিলেন শুভেন্দু অধিকারী?

সায়েন্স সিটি অডিটোরিয়ামে বাংলায় বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক ছিল। সেই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, "আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন সব কা সাথ সব কা বিকাশ। আর বলব না। বলবো যো হামারি সাথ হাম উনকা সাথ। সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করো। নো নিড ফর সংখ্যালঘু মোর্চা।"

আরও পড়ুন- শাসক-ঘনিষ্ঠ বাহুবলীদের চোখ রাঙানিতে নাভিশ্বাস! শাহজাহান, সাদ্দাম, জামালদের দাপটের শেষ কোথায়?

যদিও পরবর্তী সময়ে এক্স হ্যান্ডলে নিজের বক্তব্যের স্বপক্ষে বেশ কিছু যুক্তিও দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলেও তিনি দাবি করেছিলেন। তবে এবার তথাগত রায়ের মতো বর্ষীয়ান BJP নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে খুল্লমখুল্লা দরাজ সার্টিফিকেট দিয়ে নতুন বিতর্ক উসকে দিলেন, এমনই ধারণা রাজনৈতিক মহলের একাংশের।

আরও পড়ুন- Suvendu Adhikari: ‘সব কা সাথ, সব কা বিকাশ বন্ধ করো!’, শুভেন্দুর মন্তব্যে রাজ্য রাজনীতিতে ঝড়

Suvendu Adhikari Tathagata Roy bjp
Advertisment