প্রধানশিক্ষকের মারে নাক ফাটলো অঙ্কের শিক্ষকের। ঘটনা দেগঙ্গার বাজিতপুর উত্তরপাড়া এমএসকে স্কুলের। দুই শিক্ষকের মারামারিতে আতঙ্কিত পড়ুয়ারা। রক্তাক্ত শিক্ষক আপাতত বারাসত হাসপাতালে চিকিৎসাধীন।
আক্রান্ত শিক্ষক কার্তিক পালের অভিযোগ, দীর্ঘ দিন ধরেই অসুস্থ থাকা সত্ত্বেও প্রতিদিন স্কুলে আসেন তিনি। এর আগে প্রধানশিক্ষককে প্রায় ৫০ হাজার ধার দিয়েছিলেন তিনি। চিকিৎসার জন্য সেই টাকা এখন দরকার। সেই পাওনা টাকা গত কয়েকদিন ধরেই প্রধান শিক্ষকের থেকে চাইছেন কর্তিক। কিন্তু, টাকা ফেরতে রা করছেন না প্রধান শিক্ষক জয়দেব ঘোষ। যা নিয়েই শুরু হয় বচসা।
এরপরই ঘটে বিপত্তি। জানা যায়, প্রধান শিক্ষক জয়দেব ঘোষ তাঁর সহকারী কার্তিক পালকে এলোপাথাড়ি মারধর করেন। নাকে ঘুসি মারেন। তাতেই মেঝেতে পড়ে যান কার্তিকবাবু। পাল্টা প্রধানশিক্ষকের দাবি, স্কুলে এসেই বাড়ি যেতে চান অঙ্কের ওই শিক্ষক। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এরপরই তাঁর গায়ে হাত তোলেন কার্তিক পাল।
পরে, দেগঙ্গা থানার পুলিশ গিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক জয়দেব ঘোষকে গ্রেফতার করেছে। কয়েক মাস আগেই নদিয়ার কৃষ্ণনগরের একটি স্কুলে প্রধানশিক্ষক ও ভূগোলের শিক্ষকের মারামারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। এবার তারই প্রতিফলন দেগঙ্গার স্কুলে।