বিভিন্ন সমস্যা ও ব্যধি থেকে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্নভাবে প্রচার করতে দেখা যায় সমাজের বহু মানুষকে। তাঁদেরই একজন হুগলির খানাকুলের দেবাশিস মুখোপাধ্যায়। বাল্যবিবাহ ও শিশুশ্রমের কুফল নিয়ে সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছেন তিনি। অভিনব এক প্রয়াস নিয়ে ইতিমধ্যেই তিনি এগিয়ে চলেছেন। খানাকুল থেকে পায়ে হেঁটেই তিনি রওনা দিয়েছেন দার্জিলিঙের উদ্দেশে। বিশাল পদযাত্রায় দিকে-দিকে বাল্যবিবাহ এবং শিশুশ্রমের কুফল নিয়ে প্রচার করছেন তিনি। নাচে-গানে এক অভিনব পদ্ধতিতে সমাজ সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন পেশায় প্রাথমিক স্কুলের এই প্রধান শিক্ষক।
Advertisment
বহুরূপী 'গোলাপসুন্দরী', এনামেই খানাকুলের মাজপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায়কে চেনেন সকলে। শিশুশ্রম ও বাল্যবিবাহের মতো মারাত্মক সামাজিক সমস্যা তাঁকে ভিতর থেকে নাড়া দিয়ে যায়। সামাজিক এই 'ব্যধি' সম্পর্কে অন্যদের সচেতন করতে অভিনব প্রয়াস নিয়েছেন তিনি। খানাকুল থেকে পায়ে হেঁটেই তিনি রওনা দিয়েছেন দার্জিলিঙের উদ্দেশে।
দিন কয়েক আগে রাজা রামমোহন রায়ের বসতবাটি থেকে তিনি যাত্রা শুরু করেছেন। বিস্তীর্ণ পথে বিভিন্ন এলাকায় বহুরূপী গোলাপসুন্দরীর বেশে নাচে-গানে সাধারণ মানুষকে শিশুশ্রম ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করছেন তিনি। পেশায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক দেবাশিস মুখোপাধ্যায় জানিয়েছেন, রাজা রামমোহন নারীজাতির মুক্তি ও নবজাগরণে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাই তাঁর আশীর্বাদ নিয়ে তাঁরই পবিত্র মাটি থেকে তিনি যাত্রা শুরু করেছেন।