শুক্রবার সকালে চরম বিভ্রান্তি হাওড়া স্টেশনে। নির্ধারিত সময় পরেও এল না বন্দে ভারত এক্সপ্রেস। টিকিট হাতে স্টেশনে ক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। শেষমেশ বিকল্প ট্রেনের ব্যবস্থা রেলের। বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদরে নিয়ে বিকল্প ট্রেনই রওনা দেয় গন্তব্যের উদ্দেশে। এদিন সকালে হাওড়া স্টেশন থেকে বন্দে ভারতে চেপেই মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও। তিনিও ১ ঘণ্টা স্টেশনে অপেক্ষার পর বিকল্প ট্রেনে মালদার উদ্দেশে রওনা দেন।
শুক্রবার সকালে বন্দে ভারতে এক্সপ্রেসের টিকিট হাতে হাওড়া স্টেশনে বিক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। নির্ধারিত সময় পরে বন্দে ভারত না আসায় ক্ষোভ বাড়তে থাকে। রেলের তরফে জানানো হয়, প্রতিবারই বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার আগে তার পরীক্ষা করা হয়। এক্ষেত্রেও সেই পরীক্ষা করা হয়েছিল। পরীক্ষা করে দেখা গিয়েছে ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি রয়েছে। সেই কারণেই কোনও ঝুঁকি নেয়নি রেল কর্তৃপক্ষ। একদিকে যেমন ত্রুটি মেরামতের কাজ চলে অন্যদিকে, বিকল্প ট্রেনে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীদের রওনা করানোর বন্দোবস্ত হয়।
আরও পড়ুন- পরকীয়ার অভিযোগ! অবর্ণনীয় অত্যাচারে চরম ‘শাস্তি’, লজ্জায় এ কী করলেন মহিলা
রেলের তরফে জানানো হয় বন্দে ভারত এক্সপ্রেসে যে ধরনের সুবিধা মেলে বিকল্প ট্রেনেও ওই একই ধরনের সুবিধা প্রদান করা হবে। তবে যাত্রীদের অভিযোগ, বিকল্প ট্রেনে বন্দে ভারতের মতো সুযোগ-সুবিধা নেই। পানীয় জল থেকে শুরু করে বসার সিট নিয়ে একগুচ্ছ অভিযোগ যাত্রীদের। এদিন বন্দে ভারত এক্সপ্রেসেই মালদা যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও।
আরও পড়ুন- র্যাগিং রুখবে ইসরো? চন্দ্রযান ৩-এর প্রধান স্থপতির সঙ্গে কী কথা রাজ্যপালের?
মিজোরামে নির্মীয়মাণ ব্রিজ ভেঙে পড়ে মালদার ২৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন রাজ্যপাল। বন্দে ভারত এক্সপ্রেসের বদলে নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পর বিকল্প ট্রেনে মালদার দিকে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। জানা গিয়েছে, এদিন হাওড়া স্টেশন থেকে সকাল ৬টায় বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা পর সকাল ৭টায় হাওড়া স্টেশন থেকে ছেড়ে যায় বিকল্প ট্রেনটি।