উত্তাল নদীয়া, বালকের মৃত্যুতে ধুন্ধুমার, লাঠিচার্জ, গ্রেফতার

এই ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিরুপ ঘোষ(১০)৷ তাঁর বাড়ি তেহট্টর নাটনা এলাকায়।

এই ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অভিরুপ ঘোষ(১০)৷ তাঁর বাড়ি তেহট্টর নাটনা এলাকায়।

author-image
Mousumi Das Patra
New Update
cats

পুলিশ ৭ জনকে আটক করেছে

সাপের কামড়ে এক বালকের মৃত্যুতে চিকিৎসার গাফলতির অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর আত্মীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করল। 

Advertisment

এই ঘটনায় পুলিশ ৭ জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে,  মৃতের নাম অভিরুপ ঘোষ(১০)৷ তাঁর বাড়ি তেহট্টর নাটনা এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দশমীর রাতে তেহট্ট থানার নাটনা এলাকায় নিজের বাড়িতে ঘুমিয়ে ছিল অভিরূপ। রাতে তাকে সাপে কামড়ায়। শুক্রবার ভোররাতে বালকের শরীর খারাপ হতে শুরু করে। সঙ্গে সঙ্গে তাকে তেহট্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। পরে বালক বেঁচে আছে বলে গুজব ছড়িয়ে পড়ে। পরিস্থিতিতে এমন হয় যে আত্মীয় ও স্থানীয়দের গুজবের চাপে চিকিৎসকরা ওই বালকের ইসিজি করে। চিকিৎসকরা জানিয়ে দেয় সে মারা গিয়েছে। 

Advertisment

এই সময় স্থানীয়দের সঙ্গে মৃতের আত্মীয়রা চিকিৎসা গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালে ঢুকে ভাঙচুর চালায়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাঠিচার্জ করে। একইসঙ্গে ৭ জনকে আটক করা হয়েছে। দশমীর দিন বালককে সাপে কাটার ঘটনায় গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Nadia