Nadia news:নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা বেপরোয়া গাড়ির! পুজোর মুখে মর্মান্তিক পরিণতি মা ও শিশুপুত্রের

Road accident: এই ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করে।

Road accident: এই ঘটনার পরেই তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজিত জনতা রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করে।

author-image
Mousumi Das Patra
New Update
accident , WBJEE Result 2025 Live Updates  WBJEE Scorecard Download  WBJEE Official Website  How to check WBJEE Result  WBJEE 2025 result link  West Bengal JEE 2025 scores

প্রতীকী ছবি।

পুজো শুরুর মুখে পথ দুর্ঘটনায় মারা গেল মা ও শিশু পুত্র। একইসঙ্গে ঘাতক গাড়িতে থাকা ৫ জন আহত হলো। এই ঘটনায় উত্তেজিত স্থানীয়রা রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শুক্রবার দুপুরে ঘাতক গাড়ির চালক অশোক রায়কে পুলিশ গ্রেফতার করেছে।

Advertisment

বৃহস্পতিবার রাতে তেহট্ট থানার বেতাই সাধুবাজার এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে মারা যাওয়া মায়ের নাম সঙ্গীতা ঘোষ (২৮) ও তাঁর শিশুপুত্রের নাম প্রীতম ঘোষ(৪)। তাঁদের বাড়ি তেহট্টর সাধু বাজার এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে তেহট্টর সাধু বাজারের সঙ্গীতা ঘোষ ও তাঁর শিশুপুত্র প্রীতম ঘোষ রাস্তার ধারে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা লাল রঙের একটি প্রাইভেট গাড়ি শ্যামনগর-বেতাই সড়কে দ্রুত গতিতে এসে মা ছেলেকে ধাক্কা দেয়।

দুজনে পাশে থাকা জলাশয়ে গিয়ে পড়ে। স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাঁদের উদ্ধার করে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। প্রাইভেট গাড়িটিও উল্টে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে। অভিযুক্ত চালক সহ ৫ জন আহত হয়। স্থানীয় লোকজন অভিযুক্ত চালককে আটক করে । খবর পেয়ে পুলিশের দল সেখানে পৌঁছে উত্তেজিত জনতার কবল থেকে তাকে উদ্ধার করে। শুক্রবার দুপুরে অভিযুক্ত চালক অশোক রায়কে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছে।

Advertisment
Death Nadia accident