/indian-express-bangla/media/media_files/2025/11/03/telangana-road-accident-2025-11-03-10-21-20.jpg)
অসিফ টাইমে বীভৎস দুর্ঘটনা
আবারও একটি বড় দুর্ঘটনা, দ্রুতগতির লরির সঙ্গে বাসের ধাক্কা। কমপক্ষে ১৬ জন নিহত।
সোমবার সকালে হায়দরাবাদের উপকণ্ঠে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৬ জন। তেলঙ্গানার বিকারাবাদ জেলার চেভেল্লা এলাকায় একটি পাথরবাহী ট্রাক রাজ্য পরিবহন সংস্থার (RTC) একটি বাসে ধাক্কা মারলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১৬ জনের। অন্তত আটজন আহত হয়েছেন। তাদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে।
আরও পড়ুন-ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, স্বজন হারানোর কান্না, আর্তনাদ, হাসপাতালে স্তূপাকৃতি দেহ
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটে সকাল ৭টা ৩০ মিনিট নাগাদ। বাসটি তান্দুর থেকে চেভেল্লার দিকে যাচ্ছিল, তখন বিপরীত দিক থেকে আসা ট্রাকটি সরাসরি বাসের সামনে ধাক্কা মারে। বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে বাস ও ট্রাক দুমড়ে মুচড়ে যায়।
হায়দরাবাদ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাকচালক ঘটনাস্থলেই মারা যান। বাসের আটজন যাত্রীও ঘটনাস্থলেই প্রাণ হারান। বাসচালক, এক মহিলা কন্ডাক্টর এবং একাধিক আহত যাত্রীকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকালে তেলঙ্গানার রাঙ্গা রেড্ডি জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন এবং বহু যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। হায়দরাবাদ-বিজাপুর জাতীয় সড়কে ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে, ট্রাকটি উল্টে বাসের উপর উঠে যায়, ফলে বহু যাত্রী এর নিচে আটকে পড়েন।
আরও পড়ুন-FD-তে ৭.৫% পর্যন্ত সুদ, কোন ব্যাঙ্কে বিনিয়োগে হবেন মালামাল?
স্থানীয় সূত্রে জানা গেছে, তান্দুর ডিপো থেকে হায়দরাবাদগামী ওই বাসটিতে প্রায় ৭০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে মহিলা, ছাত্রছাত্রী এবং অফিসযাত্রীও ছিলেন। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যেই রাস্তাজুড়ে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও দমকল বাহিনী এসে তিনটি জেসিবি মেশিনের সাহায্যে ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে।
পুলিশ জানিয়েছে, বাস ও ট্রাকের চালক উভয়েই ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং মাত্র দশ মাস বয়সী একটি শিশুও রয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত গতিতে নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই এই দুর্ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মুখ্য সচিব কে. রামকৃষ্ণ রাও এবং পুলিশের ডিজিকে অবিলম্বে ত্রাণ ও উদ্ধার কার্য অবিলম্বে শুরুর নির্দেশ দিয়েছেন। এছাড়া তিনি মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ তদারকির নির্দেশ দিয়েছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us