Advertisment

টেলিফোনে করোনা চিকিৎসা, রইল ডাক্তারদের ফোন নম্বরের তালিকা

সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে অনেক সরকারি হাসপাতালের ওপিডি। এদিকে ধারেকাছে চেনা পরিচিত ডাক্তাররাও চেম্বার খুলছেন না।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

করোনাভাইরাসের মৃদু উপসর্গ দেখা দিলে বাড়িতে থেকেই চিকিৎসা চলুক, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অসোসিয়েশন (আইএমএ)। সেইমতো চালু হয়েছে টেলিফোনিক পদ্ধতিতে চিকিৎসা। অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ শান্তনু সেন ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "এই পদ্ধতিতে শুধুমাত্র করোনা চিকিৎসা নয়, অন্যান্য রোগের বিষয়েও কথা বলা যাবে।"

Advertisment

সম্প্রতি বন্ধ হয়ে গিয়েছে অনেক সরকারি হাসপাতালের ওপিডি (আউট পেশেন্টস ডিপার্টমেন্ট)। এদিকে ধারেকাছে চেনা পরিচিত ডাক্তাররাও চেম্বার খুলছেন না। সুতরাং শরীর খারাপ হলে এখন মহা বিপদে পড়তে হচ্ছে আমজনতাকে। ডাক্তারের পরামর্শ ছাড়া কী ওষুধপত্র খাওয়া উচিত, তা বোঝা মুশকিল হয়ে উঠেছে।

বরানগরের বাসিন্দা শুভ্রা রায় কোনওরকমে ডাক্তারের পরামর্শ নিয়ে ব্লাড টেস্ট করাতে পারলেও, সেই রিপোর্ট কোনো ডাক্তারকে দেখাতে পারছেন না। এদিকে, দিন দুয়েক ধরে তাঁর শরীরিক অবস্থা ক্রমশ খারাপ হয়ে চলেছে। কোন ওষুধ খেতে হবে, বুঝে উঠতে পারছেন না তিনি। দক্ষিণেশ্বরের বাসিন্দা প্রবীর পালের বৃদ্ধা মা সবিতা পাল বুধবার রাত থেকে পেটের ব্যথায় ছটফট করছেন। কোথায় ডাক্তার পাবেন, কী ওষুধ খাওয়ালে ব্যথা কমবে, তা নিয়ে সমস্যায় পড়েছেন তিনি। এরকম ঘটনা ঘটছে গোটা দেশেই।

এই সমস্যা খানিক দূর করতে পদক্ষেপ গ্রহণ করেছে ইন্ডিয়ান মেডিক্যাল অসোসিয়েশন। বাড়িতে বসেই ডাক্তারের পরামর্শ পেতে পারেন আপনি। বেশ কিছু ডাক্তারের ফোন নম্বর, এবং কখন তাঁদের ফোন করা যাবে, সে বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে আইএমএ। যা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দেওয়া হয়েছে।

মেসেজটি এই প্রকার

For telephonic guidance on COVID-19 from 8 am to 12 noon -

Dr Tushar Shah. 9321469911
Dr M Bhatt. 9320407074
Dr D Doshi. 9820237951
Dr D Rathod. 8879148679
Dr R Gwalani. 8779835257
Dr D Kansara. 8369846412

For telephonic guidance on Covid-19 from 12 to 4 pm -

Dr G Kamath. 9136575405
Dr S Manglik. 9820222384
Dr J Jain. 7021092685
Dr A Thakkar. 9321470745
Dr L Bhagat. 9820732570
Dr N Shah. 9821140656
Dr S Phanse. 8779328220
Dr J Shah. 9869031354

For telephonic guidance on Covid-19 from 4 to 8 pm -

Dr N Zaveri. 9321489748
Dr S Ansari. 7045720278
Dr L Kedia. 9321470560
Dr B Shukla. 9321489060
Dr S Halwai. 9867379346
Dr M Kotian. 8928650290

For telephonic guidance on Covid-19 from 8 to 11 pm -
Dr N Kumar. 8104605550
Dr P Bhargav. 9833887603
Dr R Chauhan. 9892135010
Dr B Kharat. 9969471815
Dr S Dhulekar. 9892139027
Dr S Pandit. 9422473277

এছাড়া ২৪ ঘন্টার জন্য খোলা রয়েছে হেল্পলাইন পরিষেবা। নম্বর হলো  ৯৯৯৯৬ ৭২২৩৮ ও ৯৯৯৯৬ ৭২২৩৯

এর আগে সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, হোম কোয়ারেন্টিনে থেকে টেলিমেডিসিনের মাধ্য়মে করোনার চিকিৎসা করা হবে। এ প্রসঙ্গে এদিন মমতা বলেন, "নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টিন করতে পারবেন । তাঁকে তুলে আনতে হবে না। যাঁদের আশ্রয় রয়েছে, বাড়ি রয়েছে, তাঁদের কারও করোনা হলে, বাড়িতেই কোয়ারেন্টিন করে রাখা যাবে। হোম কোয়ারেন্টিন সবচেয়ে ভাল মডেল। সকলেই চান নিজের বাড়িতে থাকতে। ফলে যদি কেউ মনে করেন, তাহলে তাঁরা বাড়ি থেকে চিকিৎসা করাতে পারবেন। স্বাস্থ্য় দফতর গোটাটা মনিটরিং করবে। টেলিমেডিসিনের মাধ্য়মে বাড়িতেই চিকিৎসা হতে পারে।"

corona virus corona Lockdown
Advertisment