আবারও দিঘার সমুদ্রে মিলল লক্ষ-লক্ষ টাকার তেলিয়া ভোলা মাছ। ভরা ইলিশের মরশুমেও এবছর দিঘার সমুদ্রে রুপোলি শষ্য বাড়ন্ত। স্বভাবতই কপালে চিন্তার ভাঁজ মৎস্যজীবীদের। তবে এরই মাঝে রবিবার কাঁথির জয়দেব জানার আনন্দের সীমা নেই। তাঁরই ট্রলারের মৎস্যজীবীদের জালে ধরা পড়েছে বড় মাপের মোট ৬টি তেলিয়া ভোলা মাছ। দিঘা মোহনায় মাছের আড়তে সেগুলি বিক্রির জন্য আনা হয়েছিল। মহার্ঘ্য সেই মাছ দেখতে রীতমতো ভিড় জমে যায়।
Advertisment
ভরা বর্ষাতেও দেখা নেই ইলিশের। দক্ষিণবঙ্গে এবছর বর্ষা অত্যন্ত কৃপণ! উত্তরে ঢেলে বৃষ্টি হলেও দক্ষিণে এবছর ঝেঁপে বৃষ্টি অধরা। সেই কারণেই বোধ হয় ফি বারের মতো এবার বর্ষায় দিঘার সমুদ্রেও ইলিশের আকাল। তা নিয়ে ঘোর চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা। তবে রবিবার কাঁথির জয়দেব জানার কপাল খুলে গিয়েছে। তাঁরই ট্রলারের মৎস্যজীবীরা জাল ফেলে মোট ৬টি তেলিয়া ভোলা মাছ ধরেছেন। মোট ৬টি মাছের বাজারদর প্রায় ১৪ লক্ষ টাকা।
জানা গিয়েছে, তিনটি তেলিয়া ভোলার মোট ওজন হয়েছে ৭১ কেজি। যা কেজি প্রতি ১৭০০০ টাকা দরে বিক্রি হয়েছে। বাকি তিনটি তেলিয়া ভোলার মোট ওজন হয়েছে ৫১ কেজি। সেই মাছগুলি ৩ হাজার টাকা কেজি দরে বিক্রি হয়েছে।
এদিন সকালে তেলিয়া ভোলা মাছ দেখতে দিঘা মোহনায় মাছের আড়তে ভিড় জমে যায়। মৎস্যজীবীদের পাশাপাশি দিঘায় বেড়াতে আসা পর্যটকরাই বেশি ভিড় জমিয়েছিলেন।
জানা গিয়েছে, তেলিয়া ভোলা মাছের পটকা ওষুধ তৈরির কাজে লাগে। এছাড়াও বড় মাছের স্বাদও ভালো হওয়ায় এগুলি চড়া দামে বিক্রি হয়। চলতি বর্ষার মরশুমে সেভাবে ইলিশের দেখা নেই। এমনিতেই তা নিয়ে চিন্তায় রয়েছেন মৎস্যজীবীরা।