Advertisment

West Bengal Weather Update: কল্পনাতেও আনতে পারবেন না! বৈশাখের আগেই বাংলার তাপমাত্রা কোথায় পৌঁছোতে পারে জানেন?

IMD Weather Forecast Update: ভরা বসন্তেই ভ্যাপসা গরমের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা-সহ একাধিক জেলায় গত দিন কয়েক একই পরিস্থিতি ছিল। এবছর চরম গরমে কাত হতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিও। চৈত্র মাস শেষ হতে এখনও দিন পনেরো বাকি রয়েছে। আগামী দিন কয়েক রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে এরই মধ্যে রয়েছে স্বস্তির খবরও। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Weather Update | Kolkata Weather Forecast | IMD Weather Update

Kolkata Weather: আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা কোথায় পৌঁছোতে পারে জানেন?

IMD Weather Update: চৈত্র শেষে এখনও ঢের দেরি। তবে এরই মধ্যে ভ্যাপসা গরমে কাহিল দশা শুরু হয়েছে। বসন্তের ভরা মরশুমেই গ্রীষ্মের ভয়ঙ্কর দাপটের যেন আগাম পূর্বাভাস মিলছে। মাঝ বসন্তেই এবার সামনের গ্রীষ্মের (Summer) অসহনীয় দশা নিয়ে ভয়ঙ্কর আশঙ্কা শোনা যাচ্ছে। এই মরশুমে চরম গরমে কাত হতে পারে বাংলা। পশ্চিমের জেলাগুলিতে সীমাহীন গরমে প্রবল হাঁসফাঁস দশা তৈরির আশঙ্কা রয়েছে।

Advertisment

বৈশাখ মাস শুরুর আগেই রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ৪০ ডিগ্রির আশেপাশে পৌঁছে যেতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর। ইতিমধ্যেই আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর, বর্ধমান, পানাগড়ের তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি পর্যন্ত পৌঁছে গিয়েছে। দিন যত এগোবে এই তাপমাত্রা আরও বাড়বে। মাঝ চৈত্রেই যদি ৩৭ ডিগ্রিতে পারদ পৌঁছে যায়, তবে ভরা গ্রীষ্মে রাজ্যের এই প্রান্তগুলির তাপমাত্রা কোথায় পৌঁছোতে পারে তা ভাবলেই গা শিউরে উঠছে।

আরও পড়ুন- Rudranil Ghosh-BJP: শেষমেশ ‘বাঘের মুখে’ ঠেলে দেওয়ার ছক রুদ্রনীলকে? ‘মনমরা’ নেতাকে তড়িঘড়ি ডাক জরুরি বৈঠকে

বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে এবছর মাত্রাতিরিক্ত গরমে তীব্র হাঁসফাঁস পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রবল। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের (April) শুরুতে কলকাতা শহরের তাপমাত্রাও (temperature in Kolkata) ৪০ ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে।

আরও পড়ুন- Abhijit Gangopadhyay: ‘কোনও স্ট্যান্ডার্ড নেই, ভেরি আনকালচারড’, এবার যেন ‘অ্যাটম বোমা’ ফাটালেন অভিজিৎ গাঙ্গুলি!

যদিও এরই মধ্যে রয়েছে বৃষ্টির (Rainfall) সম্ভাবনাও। আজ শুক্রবার উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার মতো জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামিকাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন তিনেকের মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

আরও পড়ুন- Sanjeev Sanyal: ‘মদ-সিগারেটেই ডুবে বাঙালি’, মোদীর বাঙালি উপদেষ্টার এহেন মন্তব্যে ফুঁসছে তৃণমূল!

একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং (Darjeeling) ও কালিম্পঙে (Kalimpong) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও। বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে।

weather Weather Report weather update Rainfall in Bengal
Advertisment