Train Cancellation: ফের ট্রেন বাতিলের ঘোষণা। যাত্রী দুর্ভোগ এড়াতে আবারও রীতিমতো বিবৃতি দিয়ে ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের অনুরোধে বাংলাদেশে ঈদ-উল-আধহা উদযাপন উপলক্ষে নিম্নলিখিত ট্রেনগুলি সাময়িকভাবে বাতিল থাকবে বলে ঘোষণা করা হয়েছে। ১৩১০৯/১৩১১০ কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট - কলকাতা মৈত্রী এক্সপ্রেস, 13107/13108 ঢাকা ক্যান্টনমেন্ট -কলকাতা-ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস এবং 13129/13130 কলকাতা-খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ।
- ১৩১০৭ ঢাকা ক্যান্টনমেন্ট – কলকাতা মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু ১৪.০৬.২০২৪, ১৬.০৬.২০২৪, ১৮.০৬.২০২৪ এবং ২১.০৬.২০২৪ তারিখে)
- ১৩১১০ ঢাকা ক্যান্টনমেন্ট – কলকাতা মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু ১৫.০৬.২০২৪, ১৯.০৬.২০২৪ এবং ২২.০৬.২০২৪ তারিখে)
- ১৩১০৮ কলকাতা – ঢাকা ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু ১৫.০৬.২০২৪, ১৭.০৬.২০২৪, ১৯.০৬.২০২৪ এবং ২২.০৬.২০২৪ তারিখে)
- ১৩১০৯ কলকাতা – ক্যান্টনমেন্ট মৈত্রী এক্সপ্রেস (যাত্রা শুরু ১৪.০৬.২০২৪, ১৮.০৬.২০২৪ এবং ২১.০৬.২০২৪ তারিখে)
- ১৩২১৯ কলকাতা - খুলনা বন্ধন এক্সপ্রেস (যাত্রা শুরু ১৬.০৬.২০২৪ এবং ২০.০৬.২০২৪ তারিখে)
- ১৩১৩০ খুলনা - কলকাতা বন্ধন এক্সপ্রেস (যাত্রা শুরু ১৬.০৬.২০২৪ এবং ২০.০৬.২০২৪ তারিখে)
আরও পড়ুন- Digha: পর্যটকদের জন্যই অভূতপূর্ব বন্দোবস্ত দিঘায়! যুগান্তকারী এই উদ্যোগের দুরন্ত প্রশংসা!
আরও পড়ুন- AC Machine: জ্বালাপোড়া গরমে প্রাণ জুড়োচ্ছে AC, ঘর ঠান্ডার এই মেশিন নিয়েই নয়া আশঙ্কা-দুর্ভোগ!