২১শে জুলাইয়ে চমকভরা ধর্মতলা। হাজির দশভূজা মমতা। তবে দশ হাতে নেই কোনও অস্ত্র। রয়েছে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামের হোডিং। আপাতত ২১শে জুলাইয়ের সকালে সকালে এই মমতা বন্দ্যোপাধ্যায়ই ধর্মতলা মাতাচ্ছেন।
শুক্রবার সকাল থেকেই ধর্মতলায় মানুষের ভিড়। বেলা বাড়তেই জনসুনামি সেখানে। এর মাঝেই দেখা যায় যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে সেজে হাজির এক মহিলা। দেবী দুর্গার মত তাঁরও রয়েছে ১০ হাত। তবে অস্ত্রের বদলবে দশ হাতে শোভা পাচ্ছে, কন্যাশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, দুয়ারে সরকার, পথশ্রী, পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের হোডিং। যা দেখতে ভিড় জমছে।
আরও পড়ুন- LIVE- ভিড় জমছে ধর্মতলায়, সকাল সকাল কী বার্তা মমতা-অভিষেকের?
মুখ্যমন্ত্রী মমতা দশভূজা। প্রায় বলেন তৃণমূল নেতৃত্ব। সেই আদলই ২১শে জুলাই রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার সারল তৃণণূল।
এদিন ধর্মতলায় তৃণমূলের অভিনব প্রচারের খামতি নেই। চন্দ্রযানেই স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ধর্মতলায় ২১শে জুলাইয়ের
আরও পড়ুন- আজ তৃণমূলের ‘শহিদ দিবস’, ‘৯৩-এর ‘সংগ্রাম’ স্মরণে মমতা, শ্রদ্ধাজ্ঞাপন অভিষেকেরও