Advertisment

Raiganj medical college: খেলা দেখতে মগ্ন! চিকিৎসা মিলবে কখন? প্রশ্নেই জুটল মার! অগ্নিগর্ভ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ

অগ্নিগর্ভ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ! চিকিৎসায় গাফিলতি ও রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
Tension at raiganj government medical college

অগ্নিগর্ভ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ!

Raiganj medical college: অগ্নিগর্ভ রায়গঞ্জ মেডিক্যাল কলেজ! চিকিৎসায় গাফিলতি ও রোগীর আত্মীয়দের মারধরের অভিযোগ উঠল জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমারপরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

Advertisment

কী অভিযোগ রোগীর পরিবার পরিজনদের? গতকাল রাতে দেড় বছরের এক শিশুকে নিয়ে জরুরি বিভাগে আসেন পরিবারের লোকজন। সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক ওই শিশুটিকে দেখে শল্য বিভাগে ভর্তি করাতে বলেন। চিকিৎসকের কথামতো শিশুটির পরিবারের লোকজন তাকে শল্য বিভাগে নিয়ে যান। অভিযোগ, দীর্ঘ সময় পরেও শিশুটির চিকিৎসা শুরু হয়নি। খেলা দেখতে ব্যস্ত ছিলেন সেখানে উপস্থিত জুনিয়ার চিকিৎসকরা।

অভিযোগ, বারবার শিশুর পরিবারের তরফে চিকিৎসকদের চিকিৎসা শুরু করতে বলায় 'ক্ষুব্ধ' হন সেখানে উপস্থিতি জুনিয়ার ডাক্তাররা। হঠাৎ করেই শিশুর পরিবারের লোকজনের উপর চড়াও হন তারা। মারধর করা হয় পরিবারে লোকজনকে। মহিলাদেরও রেয়াত করা হয়নি। সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদেরও হেনস্থা করা হয় বলে অভিযোগ। এরপর রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

আরও পড়ুন : < Tmc On Modi: ভোটপ্রচারে মরিয়া মোদী…! তড়িঘড়ি উদ্বোধনই কাল, দিল্লি বিমানবন্দর দুর্ঘটনায় তৃণমূলের নিশানায় নমো >

ঘটনা প্রসঙ্গে শিশুর বাবা রাজা মণ্ডল জানান, তাঁর দেড় বছরের সন্তান হঠাৎ অসুস্থ বোধ করার তাঁরা হাসপাতালে এসে শিশুকে জরুরি বিভাগের চিকিৎসককে দেখান। সেখানে চিকিৎসক শিশুকে সার্জিক্যাল বিভাগে ভর্তি করতে বলেন। সার্জিক্যাল ওয়ার্ডে জুনিয়ার ডাক্তাররা মোবাইলে খেলা দেখতে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় পরেও শিশুর চিকিৎসা শুরু না হওয়ায় পরিবারের তরফে জুনিয়র ডাক্তারদের এই বিষয়ে জিজ্ঞাসা করতেই হঠাৎ তারা চড়াও হন এবং মারধর শুরু করেন।

health West Bengal
Advertisment