সপ্তাহান্তে বাঙালির প্রিয় গন্তব্য দিঘা। লক্ষ মানুষের ভিড় হয়। সেই দিঘাতেই চরম আতঙ্ক। পর্যটকদের চোখ কপালে। সমুদ্র তটে মাঝে মধ্যেই দেখা যাচ্ছে বিষধর সাপ। যা একবার কামড়ালেই মৃত্যু অনিবার্য।
পর্যটকরা গত কয়েক সপ্তাহ ধরেই দিঘার সমুদ্র সৈকতে ভিন্ন প্রজাতীর সাপ দেখতে পাচ্ছেন। কেমন দেখতে ওই সাপকে? ছোটখাটো চেহারা যার আকার আড়াই থেকে তিন ফুট। পেটের নিচটা হলদেটে। দেখতে অনেকটা কুচে মাছের মতো। আসল বৈশিষ্ট্য লেজে। পশ্চাৎদেশ নৌকোর দাঁড়ের মতো চ্যাপ্টা। মুখ হাঁসের ঠোঁটের মতো।
আরও পড়ুন- গঙ্গা থেকে জালে উঠল ‘দানব’ কাতলা! ওজন জানলে চমকে যাবেন
কোন প্রজাতীর সাপ এটি? বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, ওই সাপের আসল ঠিকানা আরব সাগরের তীরে। যাকে বর্তমানে দেখা যাচ্ছে দিঘার সমুদ্রতটে। বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে, ওই বিষধর সাপের নাম 'ইয়েলো বেলিড সি-স্নেক'। যার বৈজ্ঞানিক নাম 'পেলামিস প্ল্যাটুরাস'। এই সাপ কামড়ালে কী হয়? জানা গিয়েছে, 'ইয়েলো বেলিড সি-স্নেক'-এর দংশনে শরীর পুরোপুরি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। প্রথমে কিডনি বিকল হয়, তারপর হার্ট অ্যাটাক হয়। প্রস্রাবের রং হয়ে যায় কফির মতো।
চিকিৎসকরা জানাচ্ছেন যে, 'ইয়েলো বেলিড সি-স্নেক' কামড়ালে অ্যান্টি-স্নেক-ভেনাম কাজ করে না। ফলে মৃত্যু প্রায় নিশ্চিৎ। চিকিৎসকদের কথায়, আমাদের প্রত্যেককে সজাগ ও সচেতন থাকতে হবে। আতঙ্কিত নয় সচেতন থাকুন।