জ্বলছে মধ্যপ্রাচ্য। ইজরায়েল বনাম হামাস যুদ্ধে অব্যাহত মৃত্যু মিছিল। এরই মাঝে দিল্লি অবস্থান স্পষ্ট করেছে। বৃহস্পতিবার দিল্লি হামাসের আক্রমণকে 'সন্ত্রাস' বলে তকমা দিয়েছে। আর তার ২৪ ঘণ্টার মধ্যেই রাজধানীতে দাঁড়িয়ে এই যুদ্ধে ভারতের অবস্থান খোলসা করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, 'সন্ত্রাসের কারণ যাই হোক, তা বিশ্বের যে কোনও প্রান্তেই হোক, তা মানবতা বিরোধী।' নবম জি-২০ সংসদীয় স্পিকারদের বৈঠকে এ কথা বলেছেন নমো।
বিভক্ত বিশ্বে শান্তি ও ভ্রাতৃত্বের গুরুত্বের ওপর জোর দিয়ে মোদী বলেন, 'সংঘাত ও সংঘর্ষে ভরা পৃথিবী কারোর উপকার করতে পারে না। একটি বিভক্ত বিশ্ব আমাদের সামনে চ্যালেঞ্জের সমাধানসূত্র দিতে পারে না। এটি শান্তি ও ভ্রাতৃত্বের সময়, একসঙ্গে চলার সময়, একসঙ্গে এগিয়ে যাওয়ার সময়। এটাই সময় সবার উন্নয়ন ও কল্যাণের।'
প্রধানমন্ত্রী এই সময় সম্মিলিত পদক্ষেপের আহ্বান জানিয়ে বলেছিলেন যে 'বিশ্বব্যাপী সংসদগুলিকে ভাবতে হবে যে সন্ত্রাসবাদ মোকাবেলায় আমাদের কীভাবে একসঙ্গে কাজ করা উচিত।'
নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সাক্ষী হওয়ার জন্য সব দেশের প্রতিনিধিদের ভারতে আমন্ত্রণ জানিয়েছেন। বলেছেন, '২০২৪ সালে, সাধারণ নির্বাচনের সময়, প্রায় ১০০ কোটি বা ১ বিলিয়ন ভোটার ভোট দিয়েছেন। আমি আগামী সাধারণ নির্বাচনের সাক্ষী হতে সব দেশের প্রতিনিধিদের ভারত সফরের আমন্ত্রণ জানাই।' প্রধানমন্ত্রী জোর দিয়েছেন ভোটে ইভিএম ব্যবহারে।