Terrorist Suspected Arrested: রাজ্যে জঙ্গি সন্দেহে আরও এক যুবক গ্রেফতার। মঙ্গলবার সকালে হাওড়া স্টেশন থেকে রাজ্য পুলিশের STF-এর হাতে ধরা পড়ে হারেজ শেখ নামে এক যুবক। ধৃত যুবকের সঙ্গেও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে দাবি STF সূত্রের। ধৃতকে দফায় দফায় জেরা গোয়েন্দাদের।
এর আগে গত শনিবার পশ্চিম বর্ধমানের কাঁকসার মীরে পাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাকে গ্রেফতার করে STF। বেশ কয়েকমাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখতো। বিষয়টি জানার পরেই তার উপরে নজর রাখছিলেন STF-এর গোয়েন্দারা। একাধিক প্রমাণ তথ্য হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে STF-এর একটি দল।
মোহাম্মদ হাবিবুল্লা নামে ওই যুবককে দফায় দফায় জেরাতেই মেলে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য। নাম উঠে আসে হারেজ শেখ নামে এই যুবকের। তারপর থেকেই হারেজকে ধরতে ফাঁদ পাতেন গোয়েন্দারা। সেই মতো মঙ্গলবার সকালে হাওড়া স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- Gupt Parbat: বাংলার মুকুটে নয়া পালক! দুর্গম গুপ্ত পর্বতের চূড়া ছুঁয়ে ইতিহাস বাঙালি পর্বতারোহীদের
এদিকে, তদন্তে STF জেনেছে, কাঁকসা থেকে ধৃত মোহম্মদ হাবিবুল্লা আল-কায়েদার অন্যতম মডিউল শাহাদাতের শীর্ষ নেতা। হাওড়া থেকে এদিন সকালে ধরা পড়া হারেজ শেখও ওই গোষ্ঠীরই সদস্য বলে মনে করছে পুলিশ। STF সূত্রে জানা গিয়েছে এবার হারেজ এবং হাবিবুল্লাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে পারেন তদন্তকারীরা। এরা রাজ্যের আরও কোথায় কোথায় সন্ত্রাসের জাল বিছিয়েছে সে ব্যাপারে জানার চেষ্টা গোয়েন্দাদের।