Advertisment

টেটের OMR শিট কারচুপি: তদন্ত করবে CBI, প্রয়োজনে মানিককে গ্রেফতারের নির্দেশ

'OMR শিট নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক ও ঢিলেঢালা, সাংবিধানিক সংস্থার কাছে এই ভূমিকা মোটেই প্রত্যাশিত নয়।'

author-image
IE Bangla Web Desk
New Update
tet 2014 omr sheets scam calcutta high court directs to cbi prob

আজই কী গ্রেফতার মানিক ভট্টাচার্য?

২০১৪ সালের টেট পরীক্ষার উত্তরপত্র OMR শিট নষ্ট করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। মোট ১২ লক্ষের বেশি OMR শিট নষ্ট করার অভিযোগ করা হয় কলকাতা হাইকোর্টে। কেন এবং কার নির্দেশে সেগুলি নষ্ট করা হয়? পর্ষদের কাছে জানতে চেয়েছিল আদালত। পর্ষদ জানিয়েছে, এর কোনও রেকর্ড নেই। এরপরই মঙ্গলবার OMR শিট নষ্ট সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক মাসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দেবে সিবিআই। আগামী ১ নভেম্বর মামলার পরবর্তী শুনানি রয়েছে।

Advertisment

এদিনের শুনানিতে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘OMR শিট অপরাধমূলক উদ্দেশ্য নিয়ে নষ্ট করা হয়েছিল, বাছাই করা সংস্থাকে নষ্ট করার বরাত দেওয়া হয়েছিল, তাই গোটাটা খতিয়ে দেখবে সিবিআই।' এছাড়াও বিচারপতি জানান, ২০ লক্ষ পরীক্ষার্থীর মধ্যে কাদের OMR শিট নষ্ট করা হয়েছে সেই তথ্য পর্ষদের জানা নেই।' এই প্রেক্ষিতেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছেন, 'OMR শিট নষ্টের বিষয়ে পর্ষদের ভূমিকা সন্দেহজনক ও ঢিলেঢালা, সাংবিধানিক সংস্থার কাছে এই ভূমিকা মোটেই প্রত্যাশিত নয়।'

এই নির্দেশের পাশাপাশি মঙ্গলবারই পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার রাত ৮টার মধ্যেই মানিকবাবুকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। তদন্তে তিনি সহযোগিতা না করলে প্রোয়জনে সিবিআই মানিক ভট্টাচার্যকে হেফাজতে নিতে পারে।

আরও পড়ুন- স্বরাষ্ট্রসচিবকে কড়া নির্দেশ, পুজোর আগেই ফরেন্সিক দফতরে নিয়োগ, না হলে রুল জারির হুঁশিয়ারি

আরও পড়ুন- কীভাবে অর্থ তছরুপ ‘অপা’র? চার্জশিটে চমকে দেওয়া তথ্য ED-র

cbi Calcutta High Court TET West Bengal Primary TET Primary TET Manik Bhattacharya Abhijit Ganguly
Advertisment