Advertisment

প্রাথমিক টেট-এর ফল প্রকাশ, উত্তীর্ণ ৯,৪৯৬

২০২০-এর ৩১ জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। পরীক্ষার প্রায় এক বছরের মাথায় সোমবারই ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

author-image
IE Bangla Web Desk
New Update
TET 2021 result

প্রাথমিক টেট-এর ফল প্রকাশ।

প্রকাশিত প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০২১ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করেছে। ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৪৯৬ জন উত্তীর্ণ হয়েছেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের দুটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে টেট-এর ফল।

Advertisment

এক বছর আগে প্রাথমিক টেট নেওয়া হয়েছিল। ২০২০-এর ৩১ জানুয়ারি প্রাথমিক টেট পরীক্ষা হয়েছিল। পরীক্ষার প্রায় এক বছরের মাথায় সোমবারই ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আইনি জট কেটে যাওয়ার পরেই পরীক্ষার ফল প্রকাশের সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ। মোট ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন পরীক্ষা দিয়েছিলেন। তাঁর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ৪৯৬ জন।

আরও পড়ুন- West Bengal Covid-19 omicron Live updates: জেএনএম হাসপাতালে করোনা আক্রান্ত চিকিৎসক, নার্স-সহ ১০৪ জন

গত বছর প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪। তবে সবাই পরীক্ষায় বসেননি। পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন। এছাড়াও বেশ কয়েকজন পড়ুয়ার পরীক্ষা বাতিল হয়েছিল নানা কারণে।

আরও পড়ুন- সাতদিনের নিভৃতবাস নির্দেশিকা কেন্দ্রের, নয়া গাইডলাইন নিয়ে চিন্তিত চিকিৎসক মহল

শেষমেশ ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন পরীক্ষা দিয়েছিলেন। প্রাথমিক শিক্ষা পর্ষদের দুটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে পরীক্ষার ফল। পড়ুয়াদের রোল নম্বর ও জন্মের তারিখ দিয়ে সার্চ করলেই www.wbbpe.org এবং wbbprimaryeducation.org -এই দু’টি ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে ফল।

Primary Teacher Recruitment West Bengal Primary TET TET 2021
Advertisment