scorecardresearch

বড় খবর

যুব তৃণমূল নেতার বাড়িতে ওএমআর শিট উদ্ধার, সাফাইয়ে দুর্নীতি মানতে নারাজ পর্ষদ

কুন্তল ঘোষের বাড়িতে বিপুল ওএমআর শিট উদ্ধারে ক্ষুব্ধ বিচারপতির তোপ পর্ষদকে। ‘কালিমালিপ্ত করা যাবে না। উনি জানেন, এবার পরীক্ষার্থীদের ওএমআর শিটের কপি দেওয়া হয়েছে?’- পালটা প্রশ্ন পর্ষদ সভাপতির।

TET_PRESS_CONFERENCE_1

নিয়োগ দুর্নীতি-কাণ্ডে ধৃত হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের বাড়ি থেকে ১৮৯টি ওএমআর শিট উদ্ধার হয়েছে। তার প্রেক্ষিতে সোমবার সাংবাদিক বৈঠক করে দায় ঝেড়ে ফেলল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ব্যাপারে পর্ষদ সভাপতি গৌতম পালের দাবি, ২০২২ সালের সব অরিজিনাল ওএমআর শিট পর্ষদের কাছেই আছে। ডুপ্লিকেট ওএমআর শিট এবার পরীক্ষা শেষের পরই পরীক্ষার্থীদের দেওয়া হয়েছিল। তারপর সেই ডুপ্লিকেট ওএমআর শিট নিয়ে পরীক্ষার্থী কী করেছেন, তার দায় পর্ষদের নয়।

সূত্রের খবর, কুন্তল ঘোষের বাড়ি থেকে ইডি যে ১৮৯টি ওএমআর শিট উদ্ধার করেছে, তার মধ্যে ৩০টি ২০২২ সালের। এছাড়াও পুরোনো কিছু ওএমআর শিটও কুন্তলের বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছে। ইডি সূত্রে খবর, জেরার মুখে কুন্তল জানিয়েছে যে আরটিআই করে ওই ওএমআর শিটগুলো পেয়েছিল। যদিও সেই আরটিআইয়ের কোনও প্রমাণ ধৃত তৃণমূল যুব নেতা ইডির তদন্তকারীদের দেখাতে পারেননি। এমনটাই দাবি ইডির গোয়েন্দাদের।

এই পরিস্থিতি কুন্তল ঘোষের বাড়িতে টেটের বিপুলসংখ্যক ওএমআর শিট উদ্ধারের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘কিছু দুষ্কৃতী রাজ্যটাকে ধ্বংস করে দেবে। কারা বসে রয়েছে পর্ষদে? কী করে হচ্ছে দুর্নীতি? কাউকে রেয়াত করা হবে না।’ হাইকোর্টে বিচারপতির এই মন্তব্যের প্রেক্ষিতে সোমবার পর্ষদ সভাপতি বলেন, ‘এবারের পরীক্ষা এমনভাবে হয়েছে যে পর্ষদকে কালিমালিপ্ত করা যাবে না। রাজ্য সরকার এবং পর্ষদ, সবাই যথেষ্ট সচেতন।’

পর্ষদ সভাপতি পালটা চ্যালেঞ্জে ছুড়ে বলেন, ‘কোনও পরীক্ষার্থী যদি ফল প্রকাশের পর দেখাতে পারেন যে অরিজিনাল এবং তাদের কাছে দেওয়া ডুপ্লিকেট ওএমআর শিটের মধ্যে ফারাক আছে, তবে যেন তাঁরা পর্ষদে যোগাযোগ করেন। এমন মানের এবং উন্নত প্রযুক্তির ওএমআর শিট এবার টেট পরীক্ষায় ব্যবহার হয়েছে, যে তাকে জাল করা যাবে না।’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যের পালটা হিসেবে পর্ষদ সভাপতির প্রশ্ন, ‘উনি কি জানেন যে এবার ডুপ্লিকেট ওএমআর শিট দেওয়া হয়েছে?’

আরও পড়ুন- ঠিক কোন জমি নিয়ে বিশ্বভারতীর সঙ্গে অমর্ত্য সেনের বিবাদ, কারণ কী?

পর্ষদ সভাপতির সোজা কথা, ২০১৪ আর ২০১৭ সালের টেট পরীক্ষার সঙ্গে এবারের টেটকে গুলিয়ে ফেললে ভুল হবে। ২০২২ সালের টেট ১১ ডিসেম্বর হয়েছে। শীঘ্রই ফল প্রকাশিত হবে। পরীক্ষার্থীদের প্রতি তাঁর আবেদন, ‘অযথা বিভ্রান্ত হবেন না। পরীক্ষার্থীদের অরিজিনাল ওএমআর শিট পর্ষদের কাছে সুরক্ষিতই আছে। সঠিক সময়েই ফল প্রকাশ করা হবে। সেটা পরীক্ষার্থীরা ফল প্রকাশের পর মিলিয়ে দেখেও নিতে পারবেন। ‘

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: The board clarified its position regarding the recovery of omr sheets from kuntal ghosh house