Advertisment

Baruipur Incident: পাম্পিং স্টেশনে জলে নেমে রিলস, প্রবল স্রোতে ভেসেই গেল কিশোর

Baruipur Incident: এই ঘটনা জানাজানি হতেই পুলিশ ঘটনাস্থলে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদারও। নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান বিধায়ক। তাঁর কথায়, "এটা ভ্রমণ কেন্দ্র বা আড্ডা মারার জায়গা নয়। নিরাপত্তারক্ষীরা বারণ করলে তাদের মারধর করা হয়।"

author-image
IE Bangla Web Desk
New Update
The boy was swept away by the water in Baruipur, বারুইপুর, রিলস, কিশোর, জলের স্রোতে ভেসে গেল কিশোর

Baruipur Incident: পাম্পিং স্টেশনের জলে নেমে তলিয়ে গেল কিশোর।

Baruipur Incident: জলের স্রোতে ভেসে গেল এক কিশোর। ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তরভাগ পাম্পিং স্টেশনে। নিখোঁজ কিশোরের নাম মহম্মদ শামিম। তাঁর বাড়ি বারুইপুরেরই মল্লিকপুরে। গতকাল বিকেল চারটে নাগাদ ওই ঘটনাটি ঘটে। তার সন্ধানে পরে জলে তল্লাশি চালানো হলেও রাত পর্যন্ত তার খোঁজ মেলেনি। জলের স্রোতে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিল ওই কিশোর। তখনই জলের তোড়ে সে ভেসে যায়।

Advertisment

বারুইপুরের এই এলাকা সংরক্ষিত। এলাকার বাসিন্দাদের বক্তব্য, উত্তরভাগ পাম্পিং স্টেশন এখন যেন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। প্রায়ই বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে আসেন। অতিরিক্ত বৃষ্টি হলে সেই ভিড় আরও বাড়ে। কলকাতা পুরসভা এলাকা, রাজপুর-সোনারপুর, বারুইপুর এমনকী উত্তর ২৪ পরগনার একটা অংশের জলও এই উত্তরভাগ পাম্পিং স্টেশন হয়ে বিদ্যাধরী ও মাতলা নদীতে গিয়ে পড়ে। জমা জল পাম্পিং স্টেশন হয়ে খালে পড়ার সময় বিরাট স্রোতের সৃষ্টি হয়। তা দেখতেই ভিড় জমান অনেকে।

এই দৃশ্য দেখতে এবং ভিডিও-য় রিলস বানাতে কয়েকজন বন্ধুর সাথে বারুইপুরেরই মল্লিকপুর এলাকা থেকে এখানে গিয়েছিল মহম্মদ শামিম। জলের স্রোতে সে ভেসে যায়। বাকি বন্ধুরা তাকে আটকানোর চেষ্টা করলেও শেষ রক্ষা করতে পারেনি। এদিকে এই ঘটনা জানাজানি হলে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে।

আরও পড়ুন- West Bengal Weather Update: আরও বাড়বে দুর্যোগ! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

আরও পড়ুন- Kedarnath: নেই নেটওয়ার্ক, ৪ কিমি নিচে এসে ফোনের অপেক্ষায়, কেদারনাথে উদ্ধারের আশায় বাঁকুড়ার পরিবার

খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার। নিখোঁজের সন্ধানে তল্লাশি চলছে বলে জানান বিধায়ক। তাঁর কথায়, "এটা ভ্রমণ কেন্দ্র বা আড্ডা মারার জায়গা নয়। নিরাপত্তারক্ষীরা বারণ করলে তাদের মারধর করা হয়।"

police Baruipur Facebook Reels
Advertisment