Advertisment

স্কুল চালু নিয়ে কী ভাবছে রাজ্য, ১৪ ফেব্রুয়ারির মধ্যে জানাতে নির্দেশ হাইকোর্টের

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর দাবি উঠেছে। কলকাতা হাইকোর্টে এব্যাপারে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
within 3 months wb govt have to pa DA to the employyes, ordered by calcutta highcourt

কলকাতা হাইকোর্ট।

স্কুল চালু নিয়ে কী ভাবছে রাজ্য, আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে সবিস্তারে তা জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। করোনাকালে এবার স্কুল চালু নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করা হয়েছিল। শুক্রবার সেই মামলগুলির শুনানি ছিল উচ্চ আদালতে। এবার স্কুল চালু নিয়ে রাজ্য সরকারের মতামত জানতে চায় কলকাতা হাইকোর্ট। আগামী ১৪ ফেব্রুযারির মধ্যে এব্যাপারে রাজ্য সরকারের মতামত জানতে চাইল হাইকোর্ট।

Advertisment

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে রাজ্যের স্কুল, কলেজ-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যেই বেশ কয়েকটি রাজ্য কোভিড বিধি মেনে স্কুল চালুর ব্যাপারে উদ্যোগী হলেও বাংলায় এখনও পর্যন্ত এব্যাপারে কোনও পদক্ষেপ করা হয়নি।

শুক্রবার মামলাকারীদের পক্ষে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। দিনের পর দিন রাজ্যের স্কুল বন্ধের জেরে পড়ুয়ারা মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে বলে জনান তিনি। করোনা বিধি মেনে অবিলম্বে রাজ্যে স্কুল চালু করে দেওয়া হোক বলে সওয়াল করেন তিনি।

আরও পড়ুন- বাংলা সহ বেশ কয়েকটি রাজ্যে সংক্রমণ কমলেও, ডেল্টার দাপটে নাজেহাল বঙ্গ

অন্যদিকে, এব্যাপারে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের সওয়াল, বর্তমান পরিস্থিতিতে সব দিক খতিয়ে দেখতে চায় রাজ্য সরাকর। তবে রাজ্যও স্কুল চালুর ব্যাপারে উৎসাহী বলে জানান এজি। তিনি এদিন আরও জানান রাজ্যজুড়ে কমবয়সীদের টিকাকরণ চালু রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের ৩৩ লক্ষের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকারের মতামত কী তা তিনি জানতে চাইবেন বলেও জানিয়েছেন।

উল্লেখ্য, করনো পরিস্থিতির মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে রাজ্যের স্কুল খোলার দাবি তুলেছে একাধিক সংগঠন। গত কয়েকদিন ধরে শহর কলকাতা-সহ জেলাগুলিতেও এব্যাপারে বিভিন্ন সংগঠন পথে নেমেছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের একাংশও স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালুর ব্যাপারে সওয়াল করেছেন। এব্যাপারে এবার তৎপর হল কলাকতা হাইকোর্টও।

kolkata highcourt West Bengal school Reopen
Advertisment