Advertisment

পঞ্চায়েত ভোটে CBI নির্দেশ: রাজ্যের আবেদনে শেষমেশ কী জানাল ডিভিশন বেঞ্চ?

পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা।

author-image
IE Bangla Web Desk
New Update
The division bench rejected the CBI probe order in the panchayat polls

কলকাতা হাইকোর্ট।

পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। তবে ঘটনার সত্যতা যাচাইয়ে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে এক সদস্যের কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ওই কমিটিই আগামী ৩ সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে বিচারপতি অমৃতা সিনহার কাছে।

Advertisment

উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের দুই প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। অভিযোগ, স্ক্রুটিনিতে তাঁদের ফর্ম বাতিল করে দেওয়া হয়। যে মনোনয়নপত্র তাঁরা জমা দিয়েছিলেন তা বিডিও অফিসেই বিকৃত করা হয় বলে অভিযোগ। এমনকী বিডিও-র কাছে অভিযোগ জানাতে গেলেও তা নেওয়া হয়নি বলেও দাবি। এরপরই ন্যায্য বিচারের আশায় ওই দুই প্রার্থী আদালতের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ দেন এই অভিযোগ খতিয়ে দেখবে সিবিআই।

আরও পড়ুন- ‘চুরি করতে দেব না’, চরম বার্তায় পঞ্চায়েত-প্রচারে ঝড় তুললেন মমতা

এরপরেই সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এদিন স্পষ্ট জানিয়েছে, এই মামলায় সিবিআইকে দিয়ে তদন্ত করানোর মতো উপাদান নেই। সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি দেবীপ্রসাদ দে'র নজরদারিতে রাজ্য পুলিশকেই তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই তদন্তের রিপোর্ট ৩ সপ্তাহের মধ্যে বিচারপতি অমৃতা সিনহার কাছে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- বিরাট প্যাঁচে রাজ্য নির্বাচন কমিশন, আরও বাহিনী চাইতেই চিঠি ধরাল শাহের মন্ত্রক

এর আগে এই ঘটনায় রাজ্য পুলিশে আস্থা রাখেননি বিচারপতি অমৃতি সিনহা। তাঁর যুক্তি ছিল, রাজ্য পুলিশকে এই তদন্তভার দেওয়া যাবে না। কারণ যাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই নিরপেক্ষ তদন্তের জন্য সিবিআইকেই দায়িত্ব দেওয়া প্রয়োজন। যদিও বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ শেষমেশ খারিজ হয়ে গিয়েছে ডিভিশন বেঞ্চে।

cbi Panchayat poll West Bengal highcourt bengal panchayat election 2023 panchayat election 2023
Advertisment