Advertisment

সুপ্রিম কোর্টে পিছোল DA মামলার শুনানি, রাজ্যকে কী নির্দেশ শীর্ষ আদালতের?

ডিএ মামলার শুনানিতে ঠিক কী জানাল সুপ্রিম কোর্ট?

author-image
IE Bangla Web Desk
New Update
ed can't take major action against sanjay basu says sc

সুপ্রিম কোর্ট।

ডিএ মামলায় রাজ্য সরকারের জমা করা হলফনামায় ত্রুটি, তারই জেরে সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মামলার শুনানি। ২ মাস পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। রাজ্য সরকারকে ফের ত্রুটিমুক্ত হলফনামা জমার নির্দেশ শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চের। আগামী ১৫ মার্চ সর্বোচ্চ আদালতে ফের রাজ্যের ডিএ মামলার শুনানি হবে।

Advertisment

সুপ্রিম কোর্টে ফের পিছোল ডিএ মামলার শুনানি। এবার একধাক্কায় টানা ২ মাসের জন্য পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। জানা গিয়েছে, ডিএ মামলায় রাজ্য সরকার ত্রুটিপূর্ণ হলফনামা জমা দেওয়ার জেরেই এদিন মামলার শুনানি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। পশ্চিমবঙ্গ সরকারকে আবারও ত্রুটিমুক্ত হলফনামা জমার নির্দেশ দিয়েছেন বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি দীনেশ মাহেশ্বরীর ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুন- বিরোধীদের চোখে লঙ্কার গুঁড়ো ছেটানোর দাওয়াই মালদহের তৃণমূল নেত্রীর, কারণ ব্যাখ্যাও করলেন

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৩ মাসে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় হাইকোর্ট। রাজ্য সরকার সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায়। সুপ্রিম কোর্টে এই মামলা গেলে রাজ্যকে হলফনামা জমার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন- লালন মৃত্যু: অত্যন্ত কড়া CBI, ২ অফিসার-সহ ৪ জনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

ডিএ মামলায় এরপর শীর্ষ আদালতে হলফনামা জমা দেয় রাজ্য সরকার। তবে সেই হলফনামায় ত্রুটি ছিল। সেই কারণে রাজ্যকে আবার ত্রুটিমুক্ত হলফনামা জমার নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। আপাতত ২ মাসের জন্য শীর্ষ আদালতে ডিএ মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ১৫ মার্চ এই মামলার ফের শুনানি হবে।

West Bengal Government West Bengal supreme court
Advertisment