Advertisment

জামাইষষ্ঠীতে আগুনে বাজার! মাছ-মাংস, সবজি-ফলে হাত ছোঁয়ালেই ছ্যাঁকা!

ফি বারের চেনা ছবিও এবারও। জামাইষষ্ঠীতে অগ্নিমূল্য বাজারদর।

author-image
IE Bangla Web Desk
New Update
The market price in Jamai sasthi 2023 is very high

জামাইষষ্ঠীতে আগুনে বাজার।

ফি বারের চেনা ছবিও এবারও। জামাইষষ্ঠীতে অগ্নিমূল্য বাজারদর। মাছ থেকে মাংস, ফল থেকে সবজি সবেরই দাম বেশ চড়া। জামাইষ্ঠীতে এককথায় আগুনে বাজার। জামাইষষ্ঠীর সকালে বাজারে গিয়ে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন মধ্যবিত্ত বাঙালি।

Advertisment

প্রতি বারের চেনা ছবির বদল হল না এবারেও। জামাইষষ্ঠীতে বাজার দরে আগুন। শহর থেকে জেলা, একই ছবি সর্বত্র। একেই আদার দাম কাঁদিয়ে ছাড়ছে। কোনও কোনও বাজারে রান্নায় অপরিহার্য্য এই উপাদান তিনশো থেক সাড়ে তিনশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন- জামাইষষ্ঠীতে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়, দাপট দেখাবে কালবৈশাখীও

বৃহস্পতিবার জামাইষষ্ঠীর কয়েকদিন আগে থেকেই বাজারে শাক-সবজি, মাছ-মাংস, ফলের দাম চড়তে শুরু করেছিলও। এদিনও লিচুর বান্ডিল বিকো চ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। এবার আমের ফলন বেশি হওয়ায় খানিকটা হলেও দাম নাগালে রয়েছে।

আরও পড়ুন- কোলাহলহীন নিরিবিলি পরিবেশ, শান্ত-স্নিগ্ধ পাহাড়ি গ্রামে মেলে মনের স্বস্তি, প্রাণের সুখ!

মাছের দামেও আগুন। কাতলা, রুই নাগালে থাকলেও বেশ চড়া ইলিশ, পাবদা, তোপসে, পারসে, চিংড়ির দাম। মুরগি হেকা বা খাসি, মাংসের দামও নাগালের বাইরে যেতে বসেছে। মুরগির মাংসই বেশ কিছু বাজারে ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আজ আরও বেড়েছে খাসির মাংসের দাম। কিলো প্রতি খাসির মাংস কোনও কোনও বাজারে ৮৫০ টাকা দরেও বিক্রি হচ্ছে।

Price Hike Market West Bengal jamai sasthi
Advertisment