scorecardresearch

উত্তরবঙ্গে পাকাপাকিভাবে ঢুকল বর্ষা, দক্ষিণের গুমোট গরম থেকে রেহাই কবে?

পাকাপাকিভাবে রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। তারই জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেড়েছে বৃষ্টির পরিমাণ।

The monsoon has entered North Bengal, when did the monsoon enter South Bengal? Find out the day
রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা।

পাকাপাকিভাবে রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। তারই জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে বেড়েছে বৃষ্টির পরিমাণ। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা প্রবল। তবে উত্তরবঙ্গে বর্ষা ঢুকে পড়লেও এখনও ঝেঁপে বৃষ্টি অধরা দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহখানেকের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পুরোদস্তুর ঢুকে পড়বে বর্ষা।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আংশিক মেঘলা আকাশ। গুমোট পরিস্থিতি জেলায়-জেলায়। আবহাওয়া দফতর জানাচ্ছে, আরও কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বহাল থাকবে। তবে বিক্ষিপ্তভাবে কোনও কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলবে না এখনই।

আরও পড়ুন- Daily Horoscope, 4 June 2022: শনির কৃপায় সৌভাগ্য লাভ কোন ৫ রাশির? পড়ুন রাশিফল

উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলছে। আজও উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। তবে পার্ব্যত্য এলাকার জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বেশি হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের আবহাওয়ার পরিমণ্ডলে পুরোদস্তুর ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। তার জেরে উত্তরবঙ্গের সর্বত্র আগামী কয়েকদিন দফায়-দফায় টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার ক্ষেত্রে বড়সড় বদলের ইঙ্গিত এখনই দিতে পারেনি আলিপুর আবহাওয়া দফতর। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়াতে পারে বলেই মনে করা হচ্ছে। আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অস্বস্তিকর গরমের হাত থেকে মুক্তি মিলবে না। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: The monsoon has entered north bengal when did the monsoon enter south bengal find out the day