দলের 'বাহুবলী' জেলা সভাপতি অনুব্রত ওরফে কেষ্ট মণ্ডল বর্তমানে তিহার জেলে। তারপরও বীরভূমে পুলিশের ওপর তৃণমূল কংগ্রেসের প্রভাব কমার নামগন্ধ নেই। এবার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সম্পর্ক রেখে সাঁইথিয়ার ওসিকে কাজ করার পরামর্শ দিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। বৃহস্পতিবার বীরভূমের সাঁইথিয়ায়, 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে সাঁইথিয়া স্টেট জেনারেল হাসপাতালের বিএমওএইচের ঘরে বসে ওসি শেখ আফরোজ হোসেনকে তিনি এমনই পরামর্শ দেন। বিকাশ রায়চৌধুরী ছাড়াও 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে সাঁইথিয়া পুরসভার চেয়ারম্যান বাপী দত্ত, কাউন্সিলররা-সহ তৃণমূলের নেতা-কর্মীরা অংশ নিয়েছিলেন।
সাঁইথিয়া হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে বিকাশ রায়চৌধুরী বৃহস্পতিবার যান বিএমওএইচের ঘরে। সেখানে তখন বিএমওএইচের ঘর ভরে ছিলেন তৃণমূল নেতারা। সেখানেই কিছুক্ষণ পর ঢোকেন বৃহস্পতিবারই সাঁইথিয়া থানার দায়িত্ব নেওয়া ওসি শেখ আফরোজ হোসেন। বসেন বিধায়কের পাশে।
এরপরেই থানার ওসিকে দেখিয়ে বিকাশবাবু বলেন, 'ভালো অফিসার। দুবরাজপুর থানায় ছিল। ভালো কাজ করে বলে এখানে পাঠানো হয়েছে।' ঘরে উপস্থিত পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, দলীয় নেতাদের সঙ্গে ওসির পরিচয়ও করিয়ে দেন বিকাশ রায়চৌধুরী। এরপরেই ওসিকে পরামর্শ দিয়ে তিনি বলেন, 'এদের সঙ্গে লিয়াজোঁ রেখে কাজ করবে।'
বিকাশবাবুর এই মন্তব্য ছড়িয়ে পড়ার পরই বিতর্কের সৃষ্টি হয়। বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, 'পুলিশ যে এখন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে, তার প্রমাণ দিয়েছেন বিকাশ রায়চৌধুরী। তিনি বলার পর সাঁইথিয়া থানার ওসির ঘাড়ে ক'টা মাথা রয়েছে যে তিনি বিরোধীদের অভিযোগ শুনবেন? তবে এভাবে আর বেশি দিন পুলিশকে দিয়ে দলের কাজ করানো যাবে না। মানুষ এর জবাব দেবেন।'
আরও পড়ুন- চোখ ধাঁধানো স্থাপত্য, বাংলাকে শঙ্খ আকৃতির ‘ধনধান্য’ উপহার মমতার, জানুন খুঁটিনাটি
ওসিকে পরামর্শর আকারে বিকাশ রায়চৌধুরীর কার্যত এই নির্দেশ বীরভূমে নতুন কিছু না। অতীতে খাদান সমৃদ্ধ বীরভূমে বারবার পুলিশকে নিয়ন্ত্রণের অভিযোগ উঠেছে তৃণমূলের নেতাদের বিরুদ্ধে। বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে দেখা গিয়েছে প্রকাশ্যে পুলিশ আধিকারিককে ধমক দিতে, নির্দেশ দিতে। এমনকী, গরু ও কয়লা পাচার মামলায় তৃণমূলের নেতাদের সঙ্গে পুলিশের ঘনিষ্ঠ যোগাযোগের দিকে অভিযোগের আঙুল তুলেছে ইডি-সিবিআই। তার মধ্যেই বিকাশ রায়চৌধুরীর 'পরামর্শ' সেই অভিযোগে নতুন সংযোজন হিসেবে উঠে এল।