Advertisment

শেষমেশ ফাঁদে দক্ষিণরায়, ঘুমপাড়ানি গুলিতে কাবু কুলতলীর বাঘ

রাতভর জঙ্গলে বাঘ ধরার চেষ্টা চালিয়ে গিয়েছেন বনকর্মীরা। বাঘ ধরতে দমকলেরও সাহায্য নিয়েছিলেন বন দফতরের কর্মীরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Forest workers injured in Gosaba tiger attack, jungle surrounded by nets

প্রতীকী ছবি

গত ৬ দিন ধরে লাগাতার চেষ্টার পর অবশেষে এল সাফল্য। মঙ্গলবার সকালে ধরা পড়ল কুলতলীর রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুমপাড়ানি গুলি ছুড়ে দক্ষিণরায়কে বাগে আনলেন বনকর্মীরা। কুলতলীর ডোঙাজোড়ার শেখ পাড়ার জঙ্গলে বাঘ ধরতে আগেভাগে ২টি খাঁচা পাতা হয়েছিল। তবে ঘুমপাড়ানি গুলিতেই নিস্তেজ হয়ে পড়ে দক্ষিণরায়।

Advertisment

বাঘ দেখতে জঙ্গলে উপচে পড়া ভিড়। এই জঙ্গলেই পাঁচদিন ধরে লুকিয়ে ছিল বাঘটি। মাঝে-মধ্যেই তার পায়ের ছাপ-গর্জনে গা শিউরে ওঠার মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল এই এলাকায়।

বাঘ ধরতে গত ৬ দিন ধরে লাগাতার চেষ্টা চালিয়ে গিয়েছেন বনকর্মীরা। জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে চলে অভিযান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতভর শেখ পাড়ার জঙ্গলে বাঘের গর্জন শোনা গিয়েছে।

বনকর্মীরাও বাঘের সঙ্গে পাল্লা দিয়ে তাকে ফাঁদে ফেলার সবরকমের চেষ্টা চালিয়ে গিয়েছেন। একদিকে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাঘ কাবুর চেষ্টা, অন্যদিকে বেশ কয়েকজন বনকর্মী জঙ্গলে লঙ্কা বোমা ফাটিয়ে বাঘকে বাগে আনার চেষ্টা চালিয়ে গিয়েছেন। তবে রাতভর চেষ্টাতেও বাঘের নাগাল পাওয়া যায়নি।

বাঘটিকে ঠিক কবে ধরা যাবে শেষমেষ তা নিয়েই সন্দিহান ছিলেন বনকর্মীরা। তবে চেষ্টায় কোনও ত্রুটি ছিল না। শেষমেশ বন দফতর ডেকে আনে দমকলকে।

আরও পড়ুন- করোনায় আক্রান্ত সৌরভ, হাসপাতালে ভর্তি বিসিসিআই প্রেসিডেন্ট

জলের তোড়ে বাঘকে নির্দিষ্ট দিকে আনার চেষ্টা শুরু হয়। জলের তোড়ে বাঘ কিছুটা সরে আসতেই পরপর দুটি ঘুমপাড়ানি গুলি ছুঁড়তে সক্ষম হন বনকর্মীরা। তাতেই কেল্লাফতে। ঘুমপাড়ানি গুলিকতে নিস্তেজ হয়ে পড়ে দক্ষিণরায়।খাঁচা পেতে তাকে ধরে ফেলেন বনকর্মীরা। চিকিৎসার পর ফের বাঘটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

Royal Bengal Tiger Sundarban Forest Department
Advertisment