Advertisment

Digha: ভরা বর্ষায় দিঘা যেন আরও রঙিন! এরই মধ্যে পর্যটকদের জন্য নয়া ঘোষণা

Digha: বর্ষায় পূর্ব মেদিনীপুরের সৈকত নগরীতে দিঘা যেন আরও বেশি মোহময়ী হয়ে ওঠে। ভরা বর্ষায় দিঘার ইলিশের টানেও পাড়ি জমান অনেকে। এখন দিঘায় পর্যটকদের ঠাসা ভিড়। হোটেলগুলির বুকিংও প্রায় কানায় কানায় পূর্ণ। তবে শুধু দিঘাই নয়, তাজপুর, শঙ্করপুর, মন্দারমণিতেও উপচে পড়া ভিড় দিঘায়।

author-image
IE Bangla Web Desk
New Update
a tourist are saved from drowning in the sea at Digha by the efforts of Nulias

Digha: দিঘার সমুদ্র সৈকত।

Digha Trip: এই মুহূর্তে পর্যটকদের ভিড়ে ঠাসা রাজ্যের সৈকতনগরী দিঘা (Digha)। পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র শহর দিঘায় এখন উপচে পড়া ভিড় আট থেকে আশির। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বর্ষায় দিঘার মোহময়ী রূপ দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা (Tourists)। তবে ভিড়ে ঠাসা দিঘায় এবার পর্যটকদের স্বার্থেই অনুরোধ জানিয়ে নয়া ঘোষণা প্রশাসনের। যা ঘিরে খানিকটা হলেো যেন মন খারাপ পর্যটকদের একাংশের।

Advertisment

গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝেঁপে বৃষ্টি (Rain) চলছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আরও দিন সাতেক এমনই পরিস্থিতি থাকবে। একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আরও কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) রয়েছে। এই টানা বৃষ্টির জেরে সমুদ্র এখন উত্তাল। ইতিমধ্যেই মৎস্যজীবীদের আগামী ২৪ ঘন্টা সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে।

একইসঙ্গে এবার পর্যটকদের জন্যও সমুদ্র স্নানে বিধি নিষেধ আরোপ প্রশাসনের। ভিড়ে ঠাসা দিঘার সমুদ্র সৈকতে কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। পর্যটকদের সমুদ্রে দূরে যেতে নিষেধ করা হচ্ছে। পর্যটকদের সতর্ক করতে দিঘার সমুদ্র সৈকতে চলছে অহরহ মাইকিং।

publive-image
পর্যটকদের ভিড়ে ঠাসা দিঘা।

আরও পড়ুন- Hilsa: সাধের ইলিশ নিয়ে হইচই ফেলা খবর! কঠিন নিষেধাজ্ঞায় দুচিন্তায় মৎস্যজীবীরা

নিউ দিঘা এবং ওল্ড দিঘার সমুদ্র সৈকত লাগোয়া জায়গাগুলিতে প্রশাসনের কর্মীরা বারবার পর্যটকদের সমুদ্র স্নানের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে অনুরোধ করছেন।

publive-image
দিঘার সমুদ্র সৈকতে প্রশাসনের নজরদারি। পর্যটকদের সতর্ক করতে মাইকিং।

আরও পড়ুন- Baguiati Incident: হুড়মুড়িয়ে মাথার ওপর ভেঙে পড়ল ছাদ! কলকাতায় মর্মান্তিক মৃত্যু কিশোরের

Digha Digha Tourism Tourist
Advertisment