Advertisment

'করোনা খানিকটা বেড়েছে, তবে এখনই সব কিছু বন্ধের দরকার নেই', বললেন মুখ্যমন্ত্রী

লোকাল ট্রেন চলাচল নিয়ে রিভিউ মিটিং করেছে রাজ্য সরকার। পরিস্থিতি পর্যালোচনা করেই পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
cm mamata banerjee is visit to darjeeling for five days

মমতা বন্দ্যোপাধ্যায়।

নতুন বছর শুরুর মুখে আতঙ্ক চরমে তুলেছে করোনা। দেশের অন্য অংশের পাশাপাশি বাংলাতেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক। বাংলার করোনা পরিস্থিতির উপর নজর রাখছে সরকার, প্রয়োজন অনুযায়ী সব পদক্ষেপ করার আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে এখনই সব কিছু বন্ধ করে দিতে চান না মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রত্যেককে কোভিড বিধি মেনে চলার ব্যাপারে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

Advertisment

ফের সংক্রমণ ছড়াচ্ছে হু হু করে। বুধবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া করোনা পরিসংখ্যানে উদ্বেগ আরও বেড়েছে। একদিনে বাংলায় করোনায় কাবু হাজারেরও বেশি। পাল্লা দিয়ে বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। গতকাল পর্যন্ত রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৭৭২৭। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে রাজ্য সরকার। বৃহস্পতিবার এমনই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ''করোনা খানিকটা বেড়েছে। সবাই কোভিড বিধি মেনে চলুন। সামনে বর্ষবরণ, পরিস্থিতির উপর নজর রাখছি। যা যা পদক্ষেপ করার করছি।''

বর্তমান পরিস্থিতিতে চালু থাকবে স্কুল, কলেজ? গতকাল মুখ্যমমন্ত্রী বলেছিলেন, পরিস্থিতি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবে সরকার। আজ বললেন, ''স্কুল, কলেজ বন্ধ করে দেব বলিনি। পরিস্থিতি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেব বলেছি। এখনই সব কিছু বন্ধ করার দরকার নেই।'' করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন কাঁপুনি ধরাচ্ছে।

publive-image
গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো: পার্থ পাল

এই মুহূর্তে রাজ্যে করোনার নতুন স্ট্রেনে আক্রান্ত ১১ জন। জানা গিয়েছে, ৫ আক্রান্তের একজন বাদে বাকিদের বিদেশ সফরের ইতিহাস নেই। ওমিক্রনের সংক্রমণ নিয়েও উদ্বিগ্ন রাজ্য। এপ্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ''ওমিক্রন ভীষণ বাড়ছে। ব্রিটেন থেকে বেশি ওমিক্রন আক্রান্ত এদেশে আসছেন। যে দেশগুলিতে কোভিড বাড়ছে, সেখানকার ব্যাপারে পদক্ষেপ করা উচিত কেন্দ্রের। কলকাতায় সংক্রমণ বাড়ছে। কারণ বিদেশ থেকে বহু মানুষ আসছেন।''

প্রত্যেককে আবারও কোভিড বিধি মেনে চলার ব্যাপারে আরও বেশি সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ''প্রত্যেকে কোভিড বিধি মেনে চলুন। বাজারে গেলে দূরত্ববিধি মেনে চলুন।'' লোকাল ট্রেন নিয়ে রাজ্য সরকার রিভিউ মিটিং করেছে। গোটা পরিস্থিতি পর্যালোচনার পরেই উপযুক্ত ব্যবস্থা নেবে রাজ্য, এদিন কলকাতায় রওনা হওয়ার আগে গঙ্গাসাগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee coronavirus Corona Bengal
Advertisment