Advertisment

চৈত্রের দাবদাহে পুড়ছে বঙ্গ, এবার 'লু' বইতে পারে একাধিক জেলায়

চৈত্রের গরমেই হাঁসফাঁস দশা হওয়ার জোগাড়।

author-image
IE Bangla Web Desk
New Update
temperature will increase from Wednesday risk of heat wave again in several district of Bengal

ফের বাড়বে গরম।

চৈত্রের গরমেই হাঁসফাঁস দশা হওয়ার জোগাড়। বেলা বাড়লেই চাঁদিফাটা রোদে নাজেহাল পরিস্থিতি শহর থেকে জেলায়। এখনই স্বস্তির বৃষ্টি নামার কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত আগামী পয়লা বৈশাখ পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়তেই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তীব্র গরম অনুভূত হবে।

Advertisment

চৈত্র শেষের দাবদাহে পুড়ছে বঙ্গ। শহর থেকে জেলা চাঁদিফাটা রোদে হাঁসফাঁস দশা সর্বত্র। বেলা বাড়লেই সূর্যের গনগনে রোদের তেজে নাজেহাল পরিস্থিতি তৈরি হচ্ছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

আরও পড়ুন- মমতার মন্ত্রীর সুপ্রিম স্বস্তি, আপাতত কোনও পদক্ষেপ নয় ইডি-র

বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা বেশ খানিকটা বেড়ে গিয়ে অসহনীয় পরিস্থিতি তৈরির আশঙ্কা প্রবল। পশ্চিমের একাধিক জেলায় আগামী সপ্তাহের শুরু থেকে লু বওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শহর কলকাতাতেও চৈত্র শেষের দাবদাহ ভালোমতো টের পাওয়া যাচ্ছে। এখনই এই পরিস্থিতির হাত থেকে নিস্তার মেলার সম্ভাবনা নেই। বরং আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা আরও খানিকটা বেড়ে যেতে পারে।

আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল পরিস্থিতি তৈরি হতে পারে। এখনই কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে, আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা খানিকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

West Bengal Weather Report weather update
Advertisment