বিশ্বকাপ ফাইনালে চাপে ভারত! 'জয় হবেই', প্রত্যাশায় পুজো তারাপীঠে

আজ ছটপুজোও।

আজ ছটপুজোও।

New Update
Tarapith Pujo

ভারতীয় দলের মঙ্গলকামনায় তারাপীঠ মন্দিরে পুজো।

ভারত আজ ফাইনালে জয়ী হবেই। মা তারার পুজো দিয়ে এবং যজ্ঞ করে এমনটাই দাবি করলেন তারাপীঠ মন্দিরের সেবাইতরা। তাঁদের বিশ্বাস, মা তারা এবং সূর্যদেব সঙ্গে থাকলে ভারতকে কেউ হারাতে পারবে না। একদিকে আজ ছটপুজো। অর্থাৎ সূর্যদেবের পুজো। ফলে হিন্দিভাষী মানুষজন এদিন ভারতের জয়ের কামনা করে সূর্যদেবের কাছে পার্থনা করছেন। সেই সঙ্গে তারাপীঠ মন্দিরের সেবাইতরা নিজের উদ্যোগে ভারতের দলের সাফল্য কামনা করে মা তারার পুজো দিলেন।

Advertisment
publive-image
ভারতীয় দলের মঙ্গলকামনায় তারাপীঠ মন্দিরে পুজো।

মন্দির চত্বরেই করা হল যজ্ঞ। পুজো উপলক্ষে মন্দিরের সেবাইতদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। কেউ কেউ ভারতের জার্সি গায়ে পরে মন্দিরে প্রবেশ করেন। অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা। মন্দির থেকে বাইরে বেরনোর সময় ভারতের জয়ের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দির চত্বর। অনেক পুণ্যার্থীও এদিন ভারতের জয়ের কামনা করে পুজো দেন। মন্দিরের সেবাইত তারকনাথ রায়, চন্দ্র শেখর রায়, শিবায় চট্টোপাধ্যায়রা বলেন, 'আজ সূর্য পুজো। ফলে সূর্যদেব আমাদের নিরাশ করবেন না। পাশাপাশি আমরা মা তারার কাছে ভারতের জয়ের সংকল্প করে পুজো দিলাম। ভারত আজ জয়লাভ করবেই।'

publive-image
ভারতীয় দলের মঙ্গলকামনায় তারাপীঠ মন্দিরে পুজো।

আরও পড়ুন- চিকিৎসকের হাতেই প্রাণ পান দেবী জগদ্ধাত্রী, প্রতিমা তৈরিতেই খুঁজে পান আগামীর রশদ

Advertisment
Tarapith Tarapith Temple ICC Cricket World Cup Cricket World Cup Indian Cricket Team pujo Australia Cricket Team