RG Kar Case-Doctors Protest: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে চলা জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এখনই উঠছে না। মঙ্গলবার সন্ধ্যায় একথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকেরা। আগামী বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে CBI-এর রিপোর্ট জমার দিকেই তাকিয়ে আছেন আন্দোলনকারীরা। তারপরেই আন্দোলন তোলার ব্যাপারে তাঁরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়ে দিয়েছেন। সুতরাং আরজদি কর মেডিক্যালে এখনই স্বাস্থ্য পরিষেবা মসৃণ হওয়ার কোন সম্ভাবনা নেই বললেই চলে।
আরজি কর কাণ্ডের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। আরজি করের ঘটনা নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ সুপ্রিম কোর্টেরও। মঙ্গলবারই আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ।
এরপরেই নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। তবে এখনই আন্দোলন তুলে নেওয়ার ব্যাপারে কোনও রকম সিদ্ধান্ত নেননি তাঁরা। মঙ্গলবার সন্ধ্যায় তাঁরা জানিয়েছেন, আপাতত আন্দোলন উঠছে না। আগামী ২২ আগস্ট CBI শীর্ষ আদালতে তদন্ত রিপোর্ট জমা দিতে চলেছে। তারপরেই আন্দোলন তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।
উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সেই সঙ্গে যেভাবে নির্যাতিতার নাম, ছবি-সহ পরিচয় সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে তা উদ্বেগজনক বলেও প্রতিক্রিয়া দিয়েছেন। এরই পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বলেন, ‘আমরা আরজি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছি।’ চিকিৎসকরা যাতে নিরাপত্তার অভাব বোধ না করেন এবং কাজে ফিরতে পারেন সেই জন্য এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।