Backbenches:পড়ানোর ধারণাটাই বদলে দিলেন মাস্টারমশাইরা! এই স্কুলে নেই কোনও পিছনের বেঞ্চ

Malda News: এই স্কুলের মাস্টারমশাইদের এমন প্রয়াসের প্রশংসা করেছেন এলাকার শিক্ষাবিদরা। বিশিষ্টদের অনেকে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

Malda News: এই স্কুলের মাস্টারমশাইদের এমন প্রয়াসের প্রশংসা করেছেন এলাকার শিক্ষাবিদরা। বিশিষ্টদের অনেকে এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

author-image
Madhumita Dey
New Update
Malda news, school, no backbenches in school, backbencher, bengali news today, west bengal news today, মালদার খবর, এই স্কুলে নেই কোন পিছনের বেঞ্চ, ব্যাক বেঞ্চার

No backbenches in school: রাজ্যের এই স্কুলে নেই কোন পিছনের বেঞ্চ।

ক্লাস ঘরের পিছন বেঞ্চে বসা পড়ুয়াদের মানসিক অবস্থা বুঝেই ব্যাক বেঞ্চার পদ্ধতি তুলে দিল ইংরেজবাজার শহরের আক্রূরমণি করোনেশন ইনস্টিটিউট কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, এর ফলে পড়ুয়াদের মনোবল অনেকটাই চাঙ্গা হবে। মঙ্গলবার সংশ্লিষ্ট স্কুলের বিভিন্ন ক্লাস ঘরে কোথাও চতুর্মুখী আবার কোথাও ত্রিভুজ ও গোলাকার ভাবেই ছাত্রদের বসিয়ে পঠন-পাঠনের ব্যবস্থা করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ। 

Advertisment

পড়ুয়াদের মাঝে ডেস্কে শিক্ষকেরা ক্লাস করেন। ব্যাক বেঞ্চার পদ্ধতি অবলম্বন করার ফলে পিছন বেঞ্চে বসার পড়ুয়াদের কোন ব্যবস্থাপনায় থাকবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ । সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশেই ব্যাক বেঞ্চার ব্যবস্থাপনা তুলে দিতেই উদ্যোগী হয়েছে অক্রূরমনি করোনেশন ইনস্টিটিউশন কর্তৃপক্ষ। 

এদিন গতানুগতিক পদ্ধতি থেকে বেড়িয়ে এসে রাজ্য শিক্ষা দপ্তরের নতুন ভাবনা অনুযায়ী ছাত্রদের ক্লাস নিলেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরা।

Advertisment

ক্লাসঘরে বেঞ্চের পর বেঞ্চ সাজিয়ে নয়, ক্লাসঘরে চৌকাকারে আমার কোন ক্লাসরুমে গোলাকারে ডেক্স সাজিয়ে তার মাঝখানে দাঁড়িয়ে ছাত্রদের ক্লাস নিলেন স্কুল শিক্ষক। 

এ প্রসঙ্গে অক্রুরমণি করোনেশন ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অজয় কৃষ্ণ রায় বলেন, ক্লাসঘরে যে সমস্ত ছাত্ররা পেছনের বেঞ্চে বসে , তাঁরা কিছুটা হীনমন্যতায় ভোগে। তাই সেই সমস্ত ছাত্রছাত্রদের হীনমন্যতা দূরীকরণে শিক্ষা দপ্তর এই পদ্ধতিতে ক্লাস নেওয়ার নির্দেশ দিয়েছেন। এইভাবে ক্লাস নিলে সমস্ত ছাত্রদের প্রতি সমানভাবে নজর দেওয়া সম্ভবপর। তাই এই ভাবনাকে বাস্তবায়ন করতে তারা প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন।

Malda school Bengali News Today