আজও কলকতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকে আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, আজ একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রায় ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপটও দেখা যেতে পারে।
আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। ভোর ও রাতের দিকে মনোরম আবহাওয়া থাকবে। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে তাপমাত্রার পারদ আরও বেড়ে গিয়ে গরমে হাঁসফাঁস দশা তৈরি হতে পারে। এদিকে, আজ শনিবার একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- এসএসসি দুর্নীতি: ইডি-র জালে আরও এক তৃণমূল নেতা, গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ শান্তনু
রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেই আজ বৃষ্টির সম্ভাবনা বেশি। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলার একাংশেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে কোনও কোনও জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।