Advertisment

সাড়ে ৭০০-র উপরেই রাজ্যের দৈনিক সংক্রমণ! উৎসবের আগে উদ্বেগ বাড়ছে নবান্নের

Bengal Covid Daily Update: ২৪ ঘণ্টায় খুব একটা হেরফের হয়নি রাজ্যের দৈনিক সংক্রমণে। একদিনে সংক্রমিত ৭৫১, শনিবার দৈনিক সংক্রমণ ছিল ৭৫২।

author-image
IE Bangla Web Desk
New Update
Covid 19 in Bengal, Gujrat Corona, Corona india, Oxygen, Maharshtra

রাজ্যে পরপর তিন দিন করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। ফাইল ছবি

Bengal Covid Daily Update: ২৪ ঘণ্টায় খুব একটা হেরফের হয়নি রাজ্যের দৈনিক সংক্রমণে। একদিনে সংক্রমিত ৭৫১, শনিবার দৈনিক সংক্রমণ ছিল ৭৫২। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় একজনের সংক্রমণ কমলেও দৈনিক সংক্রমণ সাড়ে ৭৫০-র উপরে। তবে কিছুটা কমেছে দৈনিক মৃত্যু। রাজ্যে একদিনে সংক্রমিত হয়ে মৃত্যু ১০ জনের। শনিবারের তুলনায় কিছুটা কম এই মৃত্যুর পরিসংখ্যান। তবে গত প্রায় কয়েকদিন রাজ্যের দৈনিক সংক্রমণ ৭০০-র উপরে থাকায় বেশ উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। কারণ আগামি সপ্তাহে বিশ্বকর্মা পুজো। অর্থাৎ রাজ্যে উৎসবের ঢাকে কাঠি। চলতি মাসের শেষে রাজ্যের ৩ আসনে ভোট। ভবানীপুরে উপনির্বাচন আর শামসেরগঞ্জ, জঙ্গিপুরে বিধানসভা নির্বাচন। সেই ভোটকে কেন্দ্র করে নিয়ন্ত্রিত হলেও জমায়েত নানাভাবে বাড়বে।

Advertisment

প্রচারাভিযান, ভোটগ্রহণ সেভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়। এমনটাই মনে করছে চিকিৎসক মহল। তাতে সংক্রমণ আরও বাড়ার সম্ভাবনা। যার প্রভাব পড়তে পারে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। এদিকে স্বাস্থ্য দফতর সূত্রে উল্লেখ, রাজ্যে মোট সংক্রমিত ১৫,৫৬, ৯০৮ জন আর একদিনে সুস্থ হয়েছেন  ৭৫৭ জন। এযাবৎকাল সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫,৩০,১৪৪ জন। রাজ্যে ১২ সেপ্টেম্বর পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ৮,১৮৭ জন।

এদিকে, করোনার তৃতীয় ঢেউ নিয়ে আশঙ্কার আবহে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া রবিবারের পরিসংখ্যান স্বস্তি দিচ্ছে। এক ধাক্কায় দেশের দৈনিক সংক্রমণ বেশ খানিকটা কমে গিয়েছে। পাল্লা দিয়ে কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে দেশে ২৮ হাজার ৫৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। একদিনে দেশে করোনার বলি ৩৩৮।

সেপ্টেম্বর-অক্টোবরের মাঝামাঝি কোনও সময়ে দেশে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। সংক্রমণের তৃতীয় ধাক্কায় শিশুদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি বলেও দাবি করছেন কেউ কেউ। এই আবহে রবিবার দেশের করোনা পরিসংখ্যান বড়সড় স্বস্তি দিয়েছে। এক লাফে ২৮ হাজারে নেমেছে দৈনিক সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫৯১ জন, মৃত্যু ৩৩৮ জনের।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengal Corona Active Cases Daily Cases Festive Season
Advertisment